দীর্ঘ দুই বছর রাজ্যে লকডাউন এর কারণে নিয়োগ প্রক্রিয়া থমকে গিয়েছিল। তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন সেক্টরে প্রচুর কর্মী নিয়োগের দরকার। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের উদ্যোগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের কার্যপ্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। যে সমস্ত চাকরিপ্রার্থীর পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং চাকরির খোঁজ করছেন তাদের জন্য এবার পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে দারুন বড় একটি সুখবর। একইসঙ্গে পশ্চিমবঙ্গের প্রায় হাজার হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে পশ্চিমবঙ্গের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে। এখানে সরাসরি অনলাইনে আবেদন চলছে নিচে অনলাইনে আবেদনের লিংক দেওয়া থাকবে যে সমস্ত চাকরি পার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারেন।
পশ্চিমবঙ্গ সরকার বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে রাজ্যে। চাকরিপ্রার্থীদের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে সরাসরি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন সেক্টরে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিভিন্ন সেক্টরে সরাসরি প্রশিক্ষণ দিয়ে কর্মী নিয়োগ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করেছে ছাত্র-ছাত্রীদের কর্মমুখী ও বৃত্তিমুখী করে তোলার জন্য এবং তাদের সরাসরি প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবার রাজ্যে শিল্প হবে কর্মসংস্থানের একমাত্র মাধ্যম। রাজ্যের বিভিন্ন শিল্প চালু করার উদ্যোগ নিয়েছে এবং এসব ক্ষেত্রে সরাসরি প্রশিক্ষণ দিয়ে কর্মী নিয়োগের ব্যবস্থা করেছেন রাজ্য সরকার। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি এই খবরটি বিস্তারিত জেনে নিন।
মোট শূন্যপদ: ইতিমধ্যেই রাজ্যের শিল্পমন্ত্রী হুমায়ুন কোবির জানিয়েছেন 68000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হয়েছে এবং আরো হাজার হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এবং এখনো বেশ কিছু টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদের জন্য সরাসরি অনলাইনে আবেদন চলছে।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন প্রকল্প উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কর্মী নিয়োগ করার উদ্যোগ নিয়েছে সরকার।
যেসব পদে কর্মী নিয়োগ করা হবে: পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হবে। এখানে সফটওয়্যার ও হার্ডওয়্যার শিল্পক্ষেত্রে কর্মী নিয়োগ করা হবে। অসংখ্য শূন্য পদ রয়েছে এখানে। বিশেষ করে টেকনিকেল ও নন টেকনিক্যাল পদে এখানে এখনো সরাসরি অনলাইনে আবেদন চলছে।
নিয়োগের উদ্দেশ্য: এখানে মূলত চাকরিপ্রার্থীদের ট্রেনিং করলে তাদের কর্মদক্ষ করে সরাসরি কাজে নিযুক্ত করার মাধ্যমে চাকরিপ্রার্থীদের উন্নতি হবে। সঙ্গে রাজ্য সরকারের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী কাজে নিযুক্ত হবে। তাই কাজের ধরন ও কাজের মান আরো উন্নত হবে।
কিভাবে নিয়োগ করা হবে?
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে বিরাট বড় উদ্যোগ নিয়েছেন। রাজ্যের বেকারত্ব দূর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য প্রচুর প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন। যেখানে স্বল্পমেয়াদী ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে প্লেসমেন্ট এর ব্যবস্থা করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই কাজে যুক্ত হয়ে যেতে পারবে। এই নিয়োগ প্রক্রিয়া মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে সম্পন্ন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে ছাত্রছাত্রীরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করার সুযোগ পাবেন। এছাড়াও রাজ্যে পলিটেকনিক ও আই টি আই কলেজের ছাত্র-ছাত্রীদের সরাসরি নিয়োগ করা হবে এখানে। পদ অনুযায়ী এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে।
প্রশিক্ষণ সংস্থা: ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে। নিয়োগকারী সংস্থা গুলির নির্দিষ্ট সিলেবাস থাকবে এবং সেই সিলেবাস অনুযায়ী ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার পাশাপাশি ইংরেজিতে দক্ষ করে তোলা হবে পরবর্তীকালে ছাত্র-ছাত্রীদের বড় কোন সেক্টরে কাজের ব্যবস্থা ও সুযোগ-সুবিধা এখান থেকেই তৈরি হবে। সমগ্র পশ্চিমবঙ্গের মোট 206 টি উৎকর্ষ বাংলা প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রশিক্ষণের খরচ: এখানে ছাত্রছাত্রীদের নিজস্ব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে। এসব প্রশিক্ষণের খরচ বহন করবেন নিয়োগকারী সংস্থাগুলি। যেসব সংস্থায় যত পরিমাণে কর্মীর প্রয়োজন সেই সংস্থাগুলি তত পরিমাণে কর্মীর প্রশিক্ষণের জন্য ছাত্র-ছাত্রীদের খরচ বহন করবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের নতুন নতুন প্রচুর সংস্থা তৈরি হয়েছে এবং নতুন নতুন সংস্থা আসবে যেগুলোতে প্রায় লক্ষাধিক কর্মী প্রয়োজন। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের নিজস্ব পদ্ধতিতে প্রশিক্ষণের খরচ দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীরা এখানে প্রশিক্ষণ নিতে পারবেন।
আবেদন পদ্ধতি: এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। আগামী দিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নতুন প্রজেক্ট তৈরি প্রকল্পে প্রচুর পরিমাণে প্রশিক্ষণরত যুবক-যুবতীর প্রয়োজন যেগুলোতে কর্মী নিয়োগের জন্য প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই। ইতিমধ্যেই অনলাইনে আবেদন চলছে আপনারা সরাসরি নিচের দেওয়া লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে প্রতিনিয়ত কোন কোন পদের জন্য সবসময়ই অনলাইনে আবেদন চলতে থাকে, বর্তমানেও আবেদন চলছে।
নিয়োগ স্থান: পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো স্থানে বাসিন্দারাই এখানে আবেদন করতে পারবেন এবং এখানে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো জায়গায়।
অনলাইনে আবেদন করার সময় চাকরিপ্রার্থীদের যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর প্রয়োজন:
1. সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
2. বয়সের প্রমাণপত্র অথবা মাধ্যমিকের এডমিট কার্ড
3. আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড
4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
5. নিজের ফটো ও সিগনেচার
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন অথবা নিচের দেওয়া লিংকে ক্লিক করে চাকরির জন্য সরাসরি আবেদন করতে পারেন।