সমগ্ৰ দেশের বেকার যুবক যুবতীদের জন্য আজ আমরা খুবই কম যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক পাসে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। কেন্দ্রীয় সরকারের Department Of Science and Technology নামক সংস্থার পক্ষ থেকে সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন অফিস গুলিতে অ্যাসিস্ট্যান্ট সহ কয়েক হাজার গ্ৰুপ সি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেহেতু সারা দেশ জুড়ে কর্মী নিয়োগ করা হবে তাই ভারতে স্থায়ীভাবে বসবাসকারী যে কোনো রাজ্যের যে কোনো জায়গার নারী পুরুষ নির্বিশেষে সকল মাধ্যমিক পাস চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এবারে চলুন তাহলে এই দপ্তরে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কত বছর বয়স হতে হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার শেষ তারিখ কত এই সব বিষয়ে বিশদে জেনে নিন।
শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স:-
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ Department Of Science and Technology এর তরফ থেকে কোনো একটি নির্দিষ্ট পদে নয় বরং একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেসব শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
Lab Assistant ‘A’-
এই পদে চাকরি করার জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে ২ বছরের ITI কোর্স Complete করে থাকতে হবে। এবং Lab Assistant পদে অন্তত পক্ষে ২-৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ২৫ বছরের মধ্যে। এক্ষেত্রেও সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা উপরিউক্ত নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Technical Officer ‘c’-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকারি কলেজ থেকে Microbiology বিভাগে ফার্স্ট ক্লাস পেয়ে B.Sc পাস করে থাকতে হবে। এবং সেই সঙ্গে কমপক্ষে ১২ বছর কোনো সরকারি প্রতিষ্ঠানে রিসার্চ ওয়ার্কার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা যে কোনো সরকারি ইউনিভার্সিটি থেকে Microbiology বিভাগে ফার্স্ট ক্লাস পেয়ে M.Sc পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কোনো সরকারি প্রতিষ্ঠানে অন্তত পক্ষে ৬ বছর রিসার্চ ওয়ার্কার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে। তবে SC, ST রা ৫ বছর এবং OBC রা ৩ বছর পর্যন্ত সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৬৭,৭০০-২০৮৭০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Technical Assistant ‘B’-
এই পদের জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত কলেজ থেকে Microbiology তে ফার্স্ট ক্লাস পেয়ে B.Sc অথবা যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Microbiology তে ফার্স্ট ক্লাস পেয়ে M.Sc পাস করে থাকতে হবে। এবং সেই সঙ্গে কোনো সরকারি প্রতিষ্ঠানে অন্তত পক্ষে ৩ বছর রিসার্চ ওয়ার্কিং এর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়মানুযায়ী SC, ST রা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা অবধি বেতন দেওয়া হবে।
Technical Assistant ‘A’-
এই পদের জন্য আবেদন জানাতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকারি কলেজ থেকে Microbiology তে ফার্স্ট ক্লাস পেয়ে B.Sc পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কমপক্ষে ১ বছর রিসার্চ ওয়ার্কিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে। তবে SC, ST রা নিয়মানুযায়ী ৫ বছর এবং OBC রা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন । এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৯,২০০-৯২,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
এছাড়াও আরো অনেক গুলি শূন্যপদ আছে যেগুলির সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে হলে আপনারা এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই জানতে পারবেন।
আবেদন পদ্ধতি:-
কেন্দ্রীয় সরকারের Department Of Science and Technology এর তরফে প্রকাশিত উপরিউক্ত প্রতিটি শূন্যপদের ক্ষেত্রেই আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-
১) প্রথমে আবেদনকারীকে তার নিজের যাবতীয় তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে মোবাইল বা ল্যাপটপে save করে রাখতে হবে।
২) এবং আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করে সেখানে একেবারে শেষের পাতায় একটি সেলফ ডিক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখতে পাবেন তার একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিয়ে সেটি ফিলাপ করে রেখে দিন।
৩) এরপর আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে অথবা মোবাইল বা ল্যাপটপে browser open করে search box এ এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট arijob.ourlib.in লিখে search করতে হবে।
৪) এরপর এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট খুললে সেখানে প্রথমে আপনার নিজের যাবতীয় তথ্য অর্থাৎ নাম, ঠিকানা ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৫) রেজিস্ট্রেশন complete হয়ে গেলে আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৬) Login করার পর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৭) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটোর ছবি তুলে স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন এবং সিগনেচারের জায়গায় আগে থেকে সাদা কাগজে করে রাখা একটি সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে আপলোড করে দিন।
৮) সব কিছু হয়ে গেলে আপনার নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আগে থেকে তৈরি করে রাখা বায়োডাটা ও সেলফ ডিক্লিয়ারেন্স সার্টিফিকেট টির ছবি তুলে স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান complete।
প্রয়োজনীয় ডকুমেন্টস:–
অনলাইনে আবেদন পত্র সাবমিট করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) দেশের নাগরিকত্বের প্রমান পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) আবেদনকারীর নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা ।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।
৬) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা ।
৭) নিজের যাবতীয় তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা স্ক্যান করা।
৮) সেলফ ডিক্লিয়ারেন্স সার্টিফিকেট স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি:-
এই দপ্তরে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর সেগুলি খতিয়ে দেখে তাদের এডুকেশানাল কোয়ালিফিকেশন অনুযায়ী একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। এই লিস্ট আপনারা এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে বা স্পীড পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন ও স্কিল টেস্টের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
এই দপ্তরে চাকরির জন্য অনলাইন আবেদন পত্র জমা নেওয়া গত ২৯/১০/২০২২ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে প্রায় এক মাস ধরে অর্থাৎ আগামী ২৭/১১/২০২২ তারিখ পর্যন্ত । তাই আর সময় নষ্ট না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর এই রকমই আরও সব নতুন নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।