৪০ হাজার কর্মসংস্থানের নতুন বিজ্ঞপ্তি জারি, অনলাইনে আবেদন করুন তাড়াতাড়ি | 40000 TCS New Job Recruitment 2022

 

আবারও বিরাট বড় একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে নতুন করে 40 হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। 2022 এ এই প্রথম বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। বর্তমান পরিস্থিতিতে মানুষের কাজের বড়ই অভাব। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে রাজ্যে অথবা কেন্দ্রে বড় কোন নিয়োগের বিজ্ঞপ্তি আসেনি। এমতাবস্তায় রাজ্যে 40,000 কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস(TCS) । অফিশিয়াল ভাবে এই নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে। ইতিমধ্যেই এখানে সরাসরি অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ এখনো বলা হয়নি। সকলেই এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে পশ্চিমবঙ্গের কে কোন বাসিন্দার অর্থাৎ পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন। এখানে চাকরি করতে হলে আপনাকে আগে থেকে কোনরকম পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ ফ্রেশারা এখানে চাকরি করার সুযোগ পাবেন। প্রচুর বেতন দেওয়া হবে এখানে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নেবেন।

মোট শূন্যপদ: সব মিলিয়ে এখানে মোট 40 হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে জানানো হয়েছে 2022 আর্থিক বর্ষের সর্বমোট 1 লক্ষ কর্মী নিয়োগ করা হবে এই সংস্থায়।

নিয়োগকারী সংস্থা: বিশ্বের বৃহত্তম ও অন্যতম একটি আইটি সংস্থা হল টাটা । ভারতের মধ্যে সর্ববৃহৎ । ভারতের ছোট বড় সব কিছুতেই টাটা ইন্টারফেয়ার করে আছে। এই পরিস্থিতিতে ভারতে কর্মসংস্থানের সুযোগ করতে প্রায় 40000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এক লক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশিত হবে TCS এর অফিশিয়াল ওয়েবসাইটে।

TCS হলো এমন একটি সংস্থা যেটি ভারতের ছোট-বড় প্রায় প্রত্যেকটি শহরে অবস্থিত রয়েছে। একটি ভারতের মুম্বাই মহারাষ্ট্র কলকাতা চেন্নাই সহ আরও ছোট-বড় প্রায় প্রতিটি শহরে খোঁজ নিলে এর সংস্থা দেখতে পাওয়া যাবে।

গত অর্থবছরে দেখা গিয়েছে এই কোম্পানি 40000 নতুন কর্মী নিয়োগ করেছে । এ বছরের নতুন করে আবারো 40000 শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কিছুদিনের মধ্যে এক লক্ষ কর্মী নিয়োগ করা হবে এই সংস্থায়।

বয়স সীমা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং এখানে চাকরি প্রার্থীরা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া step-by-step আবেদন পদ্ধতি ফলো করুন –

1. এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে প্রথমেই tcs-এর নেক্সট স্টেপ পোর্টালে লগ ইন করতে হবে।

2. এরপর চাকরিপ্রার্থীদের Tcs এমবিএ হায়ারিং-এ ক্লিক করে আবেদন করতে হবে।

3. যে সমস্ত চাকরিপ্রার্থী আগে থেকে রেজিস্টার করে নিয়েছেন অর্থাৎ রেজিস্টারড ইউজার তাদের আবেদন সাবমিট করে অ্যাপ্লাই ফর ড্রাইভে ক্লিক করতে হবে।

4. যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে প্রথমবার আবেদন করতে যাচ্ছেন অর্থাৎ নতুন ইউজার তাদের প্রথমে রেজিস্টার নাউ ও তারপর আইটি ক্যাটাগরি সিলেক্ট করে আবেদন সাবমিট করে অ্যাপ্লাই ফর ড্রাইভে ক্লিক করতে হবে।

5. যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তারা পরীক্ষা রিমোট মোডে দিতে ইচ্ছুক হলে রিমোট অপশন এবং তার পরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে।

6. এরপর চাকরিপ্রার্থীদের আবেদনপত্রের সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটিও যাচাই করে দেখতে হবে এবং অবশেষে ট্র্যাক ইয়োর অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে, সব ঠিক থাকলে অ্যাপ্লায়েড ফর ড্রাইভ দেখাবে।

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে tcs এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন। এছাড়াও এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে News18bangla.com অফিশিয়াল ওয়েবসাইট 07/06/2022 তারিখ-এর জব সংক্রান্ত খবর থেকে।

Official Website: https://www.tcs.com/

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment