প্রাচীন কালে মনীষীরা বলেছিলেন যে শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের নিজের পরিবারের শিশুরা জন্মানোর পর থেকেই তারা যাতে সুস্থ ও স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে সেদিকে লক্ষ্য রাখা। তবে তো তারা বড়ো হয়ে মানুষের মতো মানুষ হয়ে সমগ্ৰ মনুষ্য জাতির মুখ উজ্জ্বল করতে পারবে। কেউ কেউ এই দায়িত্ব পালনে সক্ষম হলেও আমাদের রাজ্য তথা সারা দেশে এমন বহু পরিবার আছে যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ার দরুন তাদের পরিবারে ছোট ছোট ছেলে মেয়েরা একটু বড়ো হতে না হতেই নিজেদের লেখাপড়া বিসর্জন দিয়ে পরিবারের আর্থিক দুরাবস্থা ঘোঁচানোর জন্য এদিক সেদিক কাজ করে পয়সা উপার্জন করতে বাধ্য হয়। এর ফলে তাদের শৈশব অচিরেই শেষ হয়ে যায় এবং তাদের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারের দিকে হাঁটতে থাকে। তাই এবার থেকে এমনটা যাতে আর না হয় সেই কারণে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে এই সব শিশুদের স্বাস্থ্যের বিষয়ে, তাদের লেখাপড়া ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেই বিষয়ে খবরাখবর নেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাতে এই সমস্ত কর্মীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্ৰাম ও শহরে ঘুরে ঘুরে এই সব দরিদ্র পরিবারের শিশুদের বিষয়ে খুঁটিনাটি জেনে সরকারকে সঠিক খবরাখবর দিতে পারেন। সারা রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।তাহলে চলুন এখানে চাকরির জন্য আবেদন করতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন, কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, কিভাবে আবেদন করতে হবে, কত দিনের মধ্যে আবেদন করতে হবে এই সব বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। নীচে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল।
নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-
পশ্চিমবঙ্গ সরকারের শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে সেগুলি হল-
• District Child Protection Officer(DCPO)
• Data Analyst
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা থাকতে হবে সেগুলি হল-
District Child Protection Officer(DCPO)-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Social Work/Sociology/Physiology/Child Development/Human Rights Public Administration/Law/Public Health/Psychiatry/Community Resource Management এ পোস্ট গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার নলেজ থাকাটা আবশ্যিক। এছাড়াও Women and Child Development/Social Welfare সংক্রান্ত কাজের অন্তত পক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ১৮-৪৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৪৪,০২৩ টাকা করে বেতন দেওয়া হবে।
Data Analyst-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Statistics/Mathematics/Economics/Computer Application এ ব্যাচেলর ডিগ্ৰি Complete করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের মাধ্যমে ভারী ধরনের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ১৮-৩৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৮,৫৩৬ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:-
পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://purulia.nic.in বা https://purulia.gov.in এ প্রবেশ করতে হবে।
২) তারপর সেখানে রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৪) Login হয়ে গেলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ, জেন্ডার, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি টাইপ করে এবং যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করতে চান সেটিকে এবং তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে Ok করে Next Button এ ক্লিক করতে হবে।
৫) এরপর এক এক করে সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।
৬) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় নথীপত্র:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।
৫) যে পদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।
৬) রিসেন্ট তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি ৮০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। এই ৮০ নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে ১৫ নম্বর থাকবে ইংরেজিতে, ২০ নম্বর থাকবে জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক্স এ এবং বাকি ৪৫ নম্বর থাকবে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন সেই পদ সংক্রান্ত বিষয়ের উপর। এই লিখিত পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ কম্পিউটার স্কিল টেস্টের জন্য ডাকা হবে এতে থাকবে ১০ নম্বর। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে তৃতীয় ও অন্তিম ধাপের পরীক্ষা একটি ১০ নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সবকিছু হয়ে যাওয়ার পর এই তিনটি ধাপ মিলিয়ে মোট ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা দপ্তর।
আবেদন করার শেষ তারিখ:-
শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ৩১/০১/২০২৩ থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২০/০২/২০২৩ বিকেল ৫টা পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন আর এই রকমই প্রতিদিন আরও সব নতুন নতুন চাকরি ও প্রকল্পের আপডেট পেতে আমাদের টেলিগ্ৰাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন।