কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই অষ্টম শ্রেণী পাশে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড এর তরফে।এখানে 1086 টি পদে সিকিউরিটি গার্ড এর নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
এখানে চাকরি করার জন্য নূন্যতম সপ্তম ও অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং 15 তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে এবং 15 তারিকের পরে আবেদনপত্র পাঠালে গ্রহ্য করা হবে না।
প্রার্থী বাছাই:
এখানে প্রার্থী বাছাই করার জন্য ফিজিক্যাল টেস্ট এর মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। ফিজিক্যাল টেস্ট এ আপনি উত্তীর্ণ হলে পরবর্তী পদক্ষেপের আপনার বিভিন্ন ডকুমেন্ট ভেরিফিকেশন ও অন্যান্য নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই করে তবে আপনার নিয়োগ করা হবে।
নিয়োগপত্র:
নিয়োগ পত্র পাওয়ার পর আপনার কোল ইন্ডিয়া লিমিটেডের তরফে যেকোনো জায়গায় চাকরি হতে পারে। কিন্তু পরবর্তীতে আপনি সেটা আপনার ইচ্ছা মতন চাকরি জায়গা বাছাই করে নিতে পারেন। এর জন্য তিন বছর অতিক্রান্ত করতে হবে।
সংরক্ষণ:
সিকিউরিটি গার্ড পদে ৮৪২টি আসন অংসরক্ষিত, ১৬৩টি SC , বাকি ৮১টি ST, প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে।
আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন তাহলে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন
http://www.easterncoal.gov.in/notices/recruitmen
চৈত্রের বিদায় হতে না হতেই রাজ্যে একের পর এক আসতে চলেছে দুর্যোগের বার্তা। নতুন বছরের…
জ্যোতিষের চোখে আপনার দিনটি কেমন যাবে? আজকের রাশিফল দেখে আপনি আপনার দিনটি শুরু করতে পারেন।…
পশ্চিমবঙ্গের কর্মহীন বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। দু লক্ষ বেকার যুবক যুবতীদের রাজ্য সরকার তরফ…
আবারো সরকারি কর্মীদের জন্য গঠন হচ্ছে নতুন করে পে কমিশন। বাড়তে চলেছে সরকারি কর্মীদের ভাতা…
২৬ হাজার চাকরি বাতিল মামলায় অবশেষে কপাল পুড়লো SSC চাকরি প্রার্থীদের। এদিন শুনানি পর্ব শেষ…
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…