মাধ্যমিক পাশের গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগ | 10 Pass Group-D Recruitment 2023

 

বেকার চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও একটি দূ্র্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যেখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এক বছরের প্রশিক্ষনের জন্য নিযুক্ত করা হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৭,০০০-৭,৭০০ টাকা পর্যন্ত স্টিপেন্ড দেওয়া হবে ‌‌। এবং প্রশিক্ষণ শেষে চাকরিতে নিয়োগ করা হবে। এখানে শতাধিক শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই নির্দিষ্ট যোগ্যতার বেকার চাকরিপ্রার্থীরা সকলেই এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিষয়ে বাকি গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে জানতে আমাদের সঙ্গে থাকুন। 

পদের নাম :-

1) ইলেকট্রিশিয়ান (Electrician) 

2) ফিটার (Fitter)

3) রিগার (Rigger) 

4) টার্নার (Turner) 

5) মেশিনিস্ট (Machinist) 

6) ওয়েল্ডার (Welder) 

7) কম্পিউটার/ICTSM (Computer/ICTSM) 

9) মেকানিক- মোটর ভিহাইকিল (Mechanic-Motor Vehicle)

10) প্লাম্বার (Plumber) 

11) ড্রটম্যান- সিভিল (Draughtsman- Civil)

আবেদন পদ্ধতি:-

এক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদ্ধতি অনুসরণ করতে হবে সেগুলি হল-

* প্রথমেই এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করতে হবে অথবা google search box এ https://www.apprenticeshipindia.gov.in লিখে search করতে হবে।

* তারপর ওয়েবসাইট খুললে সেখানে Registration এর জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে Registration সম্পন্ন করতে হবে।

* Registration হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে।

* এরপর সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে Login করতে হবে।

*  এরপর NAPS এর যে হোম পেজ খুলবে সেখান থেকে “Apprenticeship Oppertunities” এ গিয়ে Find Establishment লিঙ্কে ক্লিক করতে হবে।

* এরপর যে নতুন পেজ খুলবে সেখানে অনেক গুলি অপশন দেখতে পাবেন সেখান থেকে SAIL IISCO STELL PLANT, Barnpur এ ক্লিক করতে হবে।

* এরপর অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

প্রশিক্ষণের মেয়াদ ও স্টিপেন্ডের পরিমাণ:-

এখানে সংশ্লিষ্ট পদে চাকরিতে নিয়োগের পূর্বে যে প্রশিক্ষণ দেওয়া হবে তার মেয়াদ কাল হল ১ বছর। এবং প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৭,০০০-৭,৭০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 

নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-

স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এর অধীনস্থ ইসকো স্টিল প্ল্যান্ট(IISCO STEEL PLANT) বার্নপুরে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা:-

এখানে বিভিন্ন ট্রেড মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ২৩৯ টি। যে ট্রেড গুলিতে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা হবে সেগুলি নাম আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে জেনে নেবেন।

শিক্ষাগত যোগ্যতা:-

এক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড গুলিতে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং মাধ্যমিক পাস হতে হবে ও সংশ্লিষ্ট বিষয়ে ITI থাকতে হবে।

বয়সসীমা:-

এখানে প্রতিটি ট্রেডের ক্ষেত্রেই আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১/০৪/২০২৩ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। তবে SC, ST ও OBC ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

নির্বাচন পদ্ধতি:-

এখানে সংশ্লিষ্ট ট্রেড গুলিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদনকারী প্রার্থীদেরকে ITI তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-

* মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

* আধার কার্ড বা ভোটার কার্ড স্ক্যান করা।

* ITI কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।

* কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।

* এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

* আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করা।

আবেদনের সময়সীমা:-

এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই প্রক্রিয়া চলবে আগামী ২৯/০৪/২০২৩ পর্যন্ত। 

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

bengalpravakar.com

Recent Posts

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ৭ জেলায় দুর্যোগের সতর্কতা, আজ ও আগামীকালের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস

চৈত্রের বিদায় হতে না হতেই রাজ্যে একের পর এক আসতে চলেছে দুর্যোগের বার্তা। নতুন বছরের…

3 weeks ago

আজকের রাশিফল: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

জ্যোতিষের চোখে আপনার দিনটি কেমন যাবে? আজকের রাশিফল দেখে আপনি আপনার দিনটি শুরু করতে পারেন।…

1 month ago

কর্মই ধর্ম প্রকল্পের মাধ্যমে 2 লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরসাইকেল দেওয়া হবে | Karmai Dharma Scheme 2025

পশ্চিমবঙ্গের কর্মহীন বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। দু লক্ষ বেকার যুবক যুবতীদের রাজ্য সরকার তরফ…

2 months ago

অবশেষে সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া DA-মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত! কবে ঢুকবে অ্যাকাউন্টে?

আবারো সরকারি কর্মীদের জন্য গঠন হচ্ছে নতুন করে পে কমিশন। বাড়তে চলেছে সরকারি কর্মীদের ভাতা…

2 months ago

অবশেষে পশ্চিমবঙ্গে SSC মাধ্যমে নিয়োগ ২৬ হাজার চাকরি বাতিল , মাথায় হাত চাকরি প্রার্থীর

২৬ হাজার চাকরি বাতিল মামলায় অবশেষে কপাল পুড়লো SSC চাকরি প্রার্থীদের। এদিন শুনানি পর্ব শেষ…

3 months ago

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Court Group C Recruitment

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…

3 months ago