পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবারও নতুন সুখবর। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যোগ্যতায় প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জায়গার বাসিন্দাই এখানে আবেদন করার সুযোগ পাবেন। পুরুষ ও মহিলা সকল চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন। কোনরকম পরীক্ষা ছাড়াই এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীর পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সরকারি চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এই খবরটি বিস্তারিত ভাবে সেটা খেতে পারেন। নিচের চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নেবেন।
পদের নাম: এখানে বিভিন্ন যোগ্যতা বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হবে। যেসব কর্মী এখানে নিয়োগ করা হবে সেগুলি হল-
1. স্টাফ নার্স-2
2. মেডিকেল অফিসার -3
3.জিডিএমও -9
4. স্পেশালিষ্ট(O&G) -2
5. স্পেশালিষ্ট (Pediatrician) -2
6. জিএনএম (NRC)-1
7.মেডিকেল অফিসার (আর্ট- সাব ডিভিশন)-1
8.সিনিয়র মেডিকেল অফিসার(আর্ট -সাব ডিভিশন -1
9.সাইকোলজিস্ট -1
10.জিএনএম (থালাসেমিয়া)-2
11. মেডিকেল অফিসার (থালাসেমিয়া)-1
শিক্ষাগত যোগ্যতা: এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে সাধারণতঃ গ্রেজুয়েট, পোস্ট গ্রেজুয়েট, জিএনএম, এমবিবিএস,এমডি,সাইকোলজিস্ট ও নার্সিং বা অন্যান্য যোগ্যতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ ইন্টারভিউ স্থানে পৌঁছে গিয়ে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন।
ইন্টারভিউ দিনে যে সব ডকুমেন্ট নিয়ে যাবেন:
মাধ্যমিকের এডমিট কার্ড
সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
আধার কার্ড অথবা ভোটার কার্ড
পাসপোর্ট সাইজের ফটোকপি
কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
নিয়োগ পদ্ধতি: এখানে পার্সোনালিটি টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়া এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না।
ইন্টারভিউ স্থান: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের ইন্টারভিউ দেওয়ার জন্য নিচের দেওয়া ঠিকানায় ইন্টারভিউ তারিখে পৌঁছে যেতে হবে-
The Chief Medical Of Health, Uttar Dinajpur, Karnojora,Raiganj.
ইন্টারভিউ এর তারিখ: 20-04-2022 তারিখে 11:45 থেকে এখানে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।
এছাড়াও চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনার নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভালো করে জেনে নিতে পারবেন।
চৈত্রের বিদায় হতে না হতেই রাজ্যে একের পর এক আসতে চলেছে দুর্যোগের বার্তা। নতুন বছরের…
জ্যোতিষের চোখে আপনার দিনটি কেমন যাবে? আজকের রাশিফল দেখে আপনি আপনার দিনটি শুরু করতে পারেন।…
পশ্চিমবঙ্গের কর্মহীন বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। দু লক্ষ বেকার যুবক যুবতীদের রাজ্য সরকার তরফ…
আবারো সরকারি কর্মীদের জন্য গঠন হচ্ছে নতুন করে পে কমিশন। বাড়তে চলেছে সরকারি কর্মীদের ভাতা…
২৬ হাজার চাকরি বাতিল মামলায় অবশেষে কপাল পুড়লো SSC চাকরি প্রার্থীদের। এদিন শুনানি পর্ব শেষ…
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…