10 লক্ষ কর্মসংস্থান পশ্চিমবঙ্গে, 30 হাজার চাকরির মেলায় নিয়োগ এ মাসেই | WB Job Fair, Direct 100000 Recruitment 2022

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে ৩০ হাজার চাকরির রেডি করা রয়েছে এবং খুব দ্রুতই এগুলো চাকরি বন্টন করা হবে চাকরিপ্রার্থীদের মধ্যে। এখানে আরেকটি বিশাল বড় সুখবর হলো এসব চাকরির জন্য চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি চাকরিপ্রার্থীদের চাকরির মেলা( Job Fair) অনুষ্ঠানের মাধ্যমে চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানিয়েছেন রাজ্যের নতুন করে 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করছেন এবং সরকারি চাকরি যাদের একমাত্র উদ্দেশ্য তাদের দুঃখ দূর্দশা মোচন হতে পারে এবার এমনটাই জানা যাচ্ছে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে। পশ্চিমবঙ্গের যদি ১০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয় তবে বেশিরভাগ বেকার যুবক-যুবতীরাই কোন না কোন কাজে যুক্ত থাকবে, বেকার থাকবে না আর কেউ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন রাজ্যে বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে তাই এবার রাজ্যের মানুষদের আর বাইরে বা বিদেশে কাজ করতে যেতে হবে না পশ্চিমবঙ্গের মধ্যেই প্রচুর কাজের সন্ধান পাবে চাকরিপ্রার্থীরা।

ইতিমধ্যেই জানানো রয়েছে চাকরি রেডি করা হয়েছে এবং চলতি মাসে যেকোনো সময়ে চাকরির মেলা অনুষ্ঠিত করে চাকরিপ্রার্থীদের হাতে চাকরি তুলে দেওয়া হবে। এই মেলায় যারা অংশগ্রহণ করবেন তাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীকালে এই মেলায় উপস্থিত হয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করে সরাসরি চাকরিপ্রার্থীদের হাতে চাকরি তুলে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন দেওচা পাচামি কয়লা খনি আবিষ্কৃত হয়েছে যেখানে 12 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই এখানে প্রায় এক লক্ষ কর্মীর প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যের এবার একমাত্র লক্ষ্য হলো প্রচুর প্রচুর কর্মসংস্থান।

অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফ্রেড করিডর তৈরি হয়েছে যেখানে 72 হাজার কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে এবং এখানেও কয়েক হাজার কর্মী নিয়োগ করা হবে আগামী কিছুদিনের মধ্যে।

এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের 30000 চাকরির রেডি করা রয়েছে, কর্মসংস্থান মেলা অনুষ্ঠানের মাধ্যমে এসব চাকরি দেওয়া হবে। নতুন করে এবার যে জব ফেয়ার অনুষ্ঠিত হবে এর জন্য রাজ্যকে শিলিগুড়ি, বহরমপুর, কলকাতা, মেদিনীপুর ও বারাসত—মূলত এই পাঁচটি জোনে ভাগ করা হয়েছে।

বিভিন্ন সংস্থা যেমন- নির্মাণ, স্বাস্থ্য, স্টিল, হোটেল, অটোমোবাইল ও টেলিকম-সহ আরো অন্যান্য ক্ষেত্রে এই কর্মী নিয়োগ করা হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন বাংলার মেধায় বাংলার গর্ব। তাই বাংলায় যারা মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছেন তাদের বাইরে না গিয়ে বাংলাতেই কাজে হাত লাগিয়ে বাংলাকে আরো অগ্রগতি করার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এবং তিনি আরো জানিয়েছেন মেধাবী ছাত্র-ছাত্রীরা বাইরে গিয়ে পড়াশোনা করে আবার বাংলাতেই ফিরে এসে কাজে নিযুক্ত হলে বাংলাকে আরো উন্নত করা যাবে।


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment