2014 তে পাস করা চাকরি প্রার্থীদের অবৈধ নিয়োগ বন্ধ করে নিতে হবে 2017 সালে আবেদনকারীর টেট পরীক্ষা শিগ্রই গ্রহণ

By bengalpravakar.com

Updated on:

 প্রাথমিকে অবৈধ শিক্ষক নিয়োগ বন্ধ করে খুব দ্রুতই নিতে হবে প্রাইমারি টেট পরীক্ষায় এই দাবিতে আজ এপিসি ভবন বিক্ষোভ কর্মসূচি চলে প্রাইমারি টেট প্রার্থীদের।এদের দাবি তারা 2017 সালের টেট পরীক্ষার জন্য ফরম ফিলাপ করলেও  দীর্ঘ চার বছর হয়ে যাওয়ার পরেও এখনো সরকার নিচ্ছে না টেট পরীক্ষা।

  

ইতিমধ্যে আবার সরকার 16 হাজার 500 জন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে যারা 2015 তে টেট পাস করে আছে। সরকারকে এই অবৈধ নিয়োগ বন্ধ করার জন্যই মূলত এই কর্মসূচি এবং এই কর্মসূচির মাধ্যমে তারা প্রাইমারি টেটের ডেট আদায় করে নিতে চায়। 2017 তে যারা চাকরির জন্য আবেদন করেছে তাদের পরীক্ষা না নিয়ে আবার সরকার 2015 তে আবেদনকারীদের ফরম ফিলাপের মাধ্যমে  ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু করেছেন। এমনিতেই আমাদের রাজ্যের দীর্ঘদিন পর পর টেট পরীক্ষা হচ্ছে তার উপরে সরকার আবার এতগুলো নিয়োগ করার পরে আবার নতুন করে টেট পরীক্ষার নিয়োগ করবে সেটা কোন মতেই মেনে নেওয়া যায় না।

 সরকার যদি এখনই নিয়োগ করে তাহলে যারা 2017 তে আবেদন করেছিল তাদের নিয়োগ হতে হতে আরও পাঁচ থেকে সাত বছর লেগে যাবে। সরকারের এই অবৈধ নিয়োগ বন্ধ করার জন্য এবং দ্রুত টেট পরীক্ষা নিয়ে তাদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আজকে এপিসি ভবনে চলছে অবস্থান-বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভকারীদের একটাই দাবি সরকার যেন ভোটের আগে এদের পরীক্ষা নিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। 

Leave a Comment