2014 প্রাথমিক টেট এর দুর্নীতি | পরীক্ষা না দিয়ে বা পরীক্ষায় পাস না করেই চাকরি পাওয়ার অভিযোগ

By bengalpravakar.com

Updated on:

 

আমরা সকলেই জানি 2014 সালের প্রাথমিক টেট এর নোটিফিকেশন বের হয়েছিল এবং তার নিয়োগ সম্পন্ন হয়েছিল 2017 সালে। কিন্তু এই নিয়োগে ছিল প্রচুর গাফিলতি ও দুর্নীতির অভিযোগ তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় এবং সেই ব্যাপারে আজ একটি বিরাট বড় আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য।

WB DISTRICT COURT APPLY NOW

2014 সালের প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হয়েছিল এবং তার নিয়োগ হয়েছিল 2017 সালে, সেখানে মোট 42000 চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হয়। কিন্তু এই নিয়োগ সম্পন্ন হওয়ার দীর্ঘদিন পরে এই নিয়োগের বিরুদ্ধে অভিযোগ উঠে। অনেকের দাবি এই নিয়োগে প্রচুর ক্যান্ডিডেট অস্বচ্ছ ভাবে এবং প্রাথমিক টেট পরীক্ষায় পাস না করেই চাকরি পেয়েছে শুধুমাত্র টাকা দিয়ে। এই অভিযোগকে সামনে রেখেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় এবং আজ যেখানে 42000 চাকরিপ্রার্থীর শিক্ষকের লিস্ট জমা দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের আইনজীবী। এই লিস্টে কোন ভুল ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখার জন্য টাইম দেওয়া পরবর্তীকালে সিবিআই তদন্তের মাধ্যমে দেখা গিয়েছে রাত যে এরকম প্রচুর নিয়োগ হয়েছে যারা ডেট এ পাস করেনি কিন্তু বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছে।

দীর্ঘদিন ধরেই অনেকে এই নিয়োগের বিরুদ্ধে অভিযোগ তুলছে এবার সেই অভিযোগের নিষ্পত্তি ঘটতে যাচ্ছে। যদি কারো বিরুদ্ধে এরকম দুর্নীতি ধরা পড়ে তাহলে তার চাকরি বাতিল হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। এবার আপনাদের সামনে সময় এসেছে, আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে যে পরীক্ষা ছাড়াই বা পরীক্ষায় পাস না করেই চাকরি পেয়েছে তাহলে নির্দ্বিধায় আইনজীবিকে প্রমান সহ জানাতে পারেন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে কোর্ট। এবং জানানো হয়েছে যারা ধরা পড়বেন তাদের নিয়োগ বাতিল হবে অতি দ্রুতই এবং তারা এ পর্যন্ত যত টাকা বেতন পেয়েছেন সমস্ত টাকা ফেরত দিতে হবে সরকারকে।

WB ICDS Anganwadi Recruitment 2021-2022 (icdswb.in) Total 20000 Vacancies apply now

Clerk Recruitment 2021 Apply Online | 7855 Vacancies | IBPS CRP Clerk CLICK HERE TO APPLY 

WEST BENGAL GDS RESULT AND CUT-OFF MARKS 2021 PUBLISHED (www.appost.in/gdsonline) | WB GDS RESULT

Recruitment of Siliguri Municipal Corporations

Finally, WB Primary TET 2017 Result published. wbbpe.org Check Your Result

Recruitment of Group-C and Group-D staff for secondary and higher secondary passed in West Bengal Municipality (www.mscwb.org)

আমাদের টেলিগ্রাম চ্যানেল এর যুক্ত হতে নিচে LINK CLICK করুন। বিভিন্ন চাকরির পরীক্ষার নোট ও পিডিএফ পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল 👇👇

 

Leave a Comment