2017 Primary TET Result Big Update | Good News Primary TET Result will be published

By bengalpravakar.com

Updated on:

 

প্রাইমারি টেট 2017 রেজাল্ট দেওয়ার কথা বলেও কথা রাখেনি প্রাথমিক বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর কথামতো পুজোর আগেই প্রাইমারি টেট এর রেজাল্ট প্রকাশ করার কথা ছিল কিন্তু পুজো পার হয়ে যাওয়ার পরেও এখনো রেজাল্ট নিয়ে কোনো কথা বলছে না প্রাথমিক শিক্ষা বোর্ড সভাপতি মানিক ভট্টাচার্য। অন্যদিকে কিছুদিন আগেই মানিক ভট্টাচার্য একটি অডিও ভাইরাল হয়েছিল যেখানে তিনি বলেছিলেন তড়িঘড়ি 2017 রেজাল্ট বের করার কোন পরিকল্পনা নেই পর্ষদের। তাঁর কথামতো 2017 রেজাল্ট বের করে তিনি নট ইনক্লুড ক্যান্ডিডেট বাড়াতে চান না তাই রেজাল্ট বের হতে হয়তো কিছুদিন দেরি হতে পারে।

 

WB TET Result 2017 Date, www.wbbpe.org.পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2017 রেজাল্ট ডেট CLICK HERE

এই পরিস্থিতিতে পর্ষদের উপর চাপ সৃষ্টি করতে তড়িঘড়ি 2017 প্রাথমিক টেট রেজাল্টের দাবিতে তৈরি হয়েছে “প্রাথমিক টেট ঐক্য মঞ্চ”। তাদের দাবি তাড়াতাড়ি 2017 প্রাথমিক টেট রেজাল্ট বের করা ও স্বচ্ছ ভাব এ নিয়োগ করা। সমগ্র পশ্চিমবঙ্গের জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিবে তারা এবং কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলন চলবে যদি প্রাথমিক টেট এর রেজাল্ট তাড়াতাড়ি বের করা না হয়। সমগ্র পশ্চিমবঙ্গের প্রায় আড়াই লক্ষ চাকরিপ্রার্থী যারা 2017 প্রাথমিক টেট দিয়েছিল তারা সকলেই প্রাথমিক টেট এর রেজাল্ট এর অপেক্ষা করে আছে । সরকার বলেছিল পুজোর আগে রেজাল্ট দেয়া হবে, তাই তারা আশার আলো দেখতে পেয়েছিল। কিন্তু মানিক ভট্টাচার্য আবার বলেছে তড়িঘড়ি রেজাল্ট বের করা হবে না, তাই সমস্ত আশায় জল ঢালা হয়ে গেছে। এই পরিস্থিতিতে বৃহত্তর আন্দোলন ছাড়া রেজাল্ট বের করার কোনো উপায় খুঁজে পাচ্ছেনা পরীক্ষার্থীরা।

2017 প্রাইমারি টেট এর রেজাল্ট সম্বন্ধে বিস্তারিত আপডেট জেনে নিন CLICK HERE

ইতিমধ্যেই কোচবিহার জেলা জুড়ে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। এবার এই আন্দোলন আস্তে আস্তে সমগ্র পশ্চিমবঙ্গ ও শেষ পর্যন্ত কলকাতার রাজপথে গিয়ে পৌঁছবে বলে তাদের দাবি। অনেকে বলছে এই সরকারের কাছ থেকে কিছু আদায় করতে হলে আন্দোলনের মাধ্যমেই আদায় করতে হবে, সরকার নিজের ইচ্ছামত কোন কিছুই দেবে না। তাই সমগ্র বাংলা 2017 প্রাইমারি পেট চাকরিপ্রার্থীরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা করবে বলে অনুমান করা যাচ্ছে।

Leave a Comment