![]() |
ভারতীয় রেলে 40 হাজার গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি |
মোট শূন্যপদ: 40 হাজার 731 জন
বেতন: মূল বেতন 18 হাজার টাকা, এছাড়া অন্যান্য ভাতা আরো যুক্ত করা হবে।
পদের নাম: ট্রাক রক্ষণাবেক্ষণকারী গ্রুপ ডি।
বয়স সীমা: আপনি যদি জেনারেল candidate's হয়ে থাকেন তাহলে আপনার বয়স 18 বছর থেকে 33 বছর পর্যন্ত হতে হবে। আপনি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনাকে 18 বছর থেকে 38 বছর হতে হবে অর্থাৎ অতিরিক্ত পাঁচ বছর বয়সের ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: এই চাকরির জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ বা আইটিআই পাস হত হবে।
এছাড়াও এই চাকরির জন্য বিস্তারিত জানতে আপনি ভারতীয় রেলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন।