জানা গিয়েছে মুকুল রায় কে সর্বভারতীয় সহ-সভাপতি পদে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস।অবশ্য বিজেপিতে তিনি ওই একই পদে ছিলেন।তবে পূর্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক রূপে কাজ করেছেন দীর্ঘদিন মুকুল রায়।
পশ্চিমবঙ্গের বিজেপিকে ধুলিস্যাৎ করে দেওয়ার পর এবার তৃণমূলের একমাত্র লক্ষ্য হলো ত্রিপুরার জয় করা এই উদ্দেশ্যেই মুকুল রায় অনেকটাই সাহায্য করবেন এমনটাই খবর পাওয়া গিয়েছে।
সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহে ত্রিপুরার বিজেপির বেশ কয়েকটি বিধায়কের সঙ্গে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন মুকুল রায়।সেই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশান্ত কিশোর কেও সঙ্গে রাখা হবে।এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী রূপে দেখতে চাইছেন সমগ্র ভারতবর্ষের মানুষ।