প্রাইমারি ও হাই স্কুলের সরাসরি শিক্ষক নিয়োগ | Primary and High School Teacher Recruitment 2022

 


আপনি কি শিক্ষকতা করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় একটি সুখবর। আপনি যদি শিক্ষক হতে চান বা শিক্ষক হওয়া সমস্ত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে এই খবরটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন। প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাইস্কুলে প্রচুর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।এখানে চাকরি করতে হলে আপনাকে টেট পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে। আপনার যদি শিক্ষক হওয়ার স্বপ্ন থাকে তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল সেগুলো ভালো করে জেনে নেবেন।


পদের নাম: প্রাইমারি (PRT) শিক্ষক শিক্ষিকা নিয়োগ

যেসব পদে প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে: এখানে যেসব পদে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
অঙ্ক,
বিজ্ঞান,
সোস্যাল সায়েন্স,
কম্পিউটার সায়েন্স,
ইংরেজি,
হিন্দি ও
ওড়িয়া

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে শিক্ষক হতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন পাস হতে হবে এবং আপনার d.el.ed যোগ্যতা অবশ্যই থাকতে হবে।

বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 35 বছরের কম।

পদের নাম: হাই স্কুলের((PGT) শিক্ষক শিক্ষিকা নিয়োগ

কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে: এখানে যেসব বিষয় শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হলো-

ফিজিক্স,
কেমিস্ট্রি,
বায়োলজি,
ইংরেজি,
অঙ্ক,
হিন্দি,
সোস্যাল সায়েন্স ও
কম্পিউটার সায়েন্স

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে উক্ত বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে এবং রাজ্যের টেট বা সেন্ট্রাল টেট পাস থাকতে হবে।

অন্যান্য non-teaching ও গ্রুপ ডি পদ:
এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
নার্স,
একাউন্টেন্ট,
মার্কেটিং এক্সিকিউটিভ,
স্টোর অফিসার ও
রিসেপশনিস্ট

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে গ্রাজুয়েশন পাস হতে হবে এবং উক্ত কাজে আপনার দক্ষ হতে হবে।

আবেদন পদ্ধতি: এখানে আপনি ইমেইল আইডির মাধ্যমে আবেদন করতে পারেন।

ইমেইল আইডি:reqruitment@dspdhenkanal.ac.in

নিয়োগ পদ্ধতি: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে আপনাকে কোন রকম টেস্ট বা এসএসসি পরীক্ষা দিতে হবে না।

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালো করে জেনে নিতে পারবেন।

OFFICIAL NOTICE : CLICK HERE

বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE

Below Post Ad