মাধ্যমিক পাশে 17537 টাকা বেতনে গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | BECIL Group-C Recruitment 2022

 


ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এর ফলে আমাদের দেশের বেকার চাকরিপ্রার্থীদের দুশ্চিন্তা বেশ কিছুটা হলেও দূর হয়েছে। আর এবারে তাদের জন্য নতুন করে আরও একটি  খুশির খবর রয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ BECIL বা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে অফিস অ্যাটেনডেন্ট সহ আরও অনেক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতের যে কোনো রাজ্যের যে কোনো জেলার নারী পুরুষ নির্বিশেষে সকল মাধ্যমিক পাস প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। এখন তাহলে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।



শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স:- এই দপ্তরে আবেদনকারী সফল  প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তাদেরকে যে সব পদে নিয়োগ করা হবে সেগুলি হল-

অফিস অ্যাটেনডেন্ট- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং সেই সঙ্গে কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে। এবং ৫টি লোকাল ভাষায় কথা বলতে জানতে হবে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৭,৫৩৭ টাকা করে বেতন দেওয়া হবে।


E-Tendering Professional- এই পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে। অথবা যারা E-Tendering, GeM বা এই সম্পর্কিত কোনো Internet Tecnology তে BE/B-Tech অথবা MBA পাস করেছেন তাঁরাও এখানে আবেদন করতে পারবেন। এবং সেই সঙ্গে এই ধরনের পদে কমপক্ষে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৫০ বছরের নীচে। তবে যারা কোনো সরকারি বা প্রাইভেট ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজমেন্ট পদ থেকে অবসর লাভ করেছেন তারা ৬৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর নিজস্ব একটি USB Data  Card সহ Windows Operating systems এর MS Office Installed ল্যাপটপ থাকতে হবে। এই পদের আবেদন কারীকেও লোকাল ৫ টি ভাষায় কথা বলতে জানতে হবে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।


Finance Facilitation professional- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে B.Com/ MBA/ICWA পাস করে থাকতে হবে। এবং এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের নীচে।সেই সঙ্গে যে কোনো ব্যাঙ্কের Credit Department কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা যারা কোনো পাবলিক সেক্টর বা প্রাইভেট ব্যাঙ্কের Senior Management পদ থেকে অবসর লাভ করেছেন তাঁরাও এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৫৮-৬৫ বছরের মধ্যে। এই পদে জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি:- এখানে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং যেভাবে করতে হবে সেটি হল-

১) প্রথমে এই বিজ্ঞপ্তির অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com এ ক্লিক করতে হবে।

২) তারপর সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পর একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।

৩) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন এবং সেই সঙ্গে আপনার নিজের একটি সিগনেচার স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন।

৪) সবশেষে আপনার যাবতীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে ফর্মের সাথে যুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন Complete।

৫) এরপর এই অ্যাপ্লিকেশান এর A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।


প্রয়োজনীয় ডকুমেন্টস:- আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করা।

২) আধার কার্ড স্ক্যান করা।

৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস স্ক্যান করা।

৪) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।

৫) কাস্ট সার্টিফিকেট স্ক্যান করা (যদি থাকে)।

৬) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।


আবেদন মূল্য:- এই সব পদগুলোতে আবেদন করার জন্য UR, OBC, EX Serviceman, Women দের ৮৮৫ টাকা এবং SC, ST, EWS প্রার্থীদের ৫৩১ টাকা করে আবেদন মূল্য হিসেবে দিতে হবে।


নির্বাচন পদ্ধতি:- এখানে আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর প্রার্থীদের অ্যাকাডেমিক ক্ষেত্রে পাওয়া নম্বরের ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। সেই শর্টলিস্টে যাদের নাম থাকবে তাদের স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।


আবেদন করার শেষ সময়:- এখানে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন চলবে আগামী ২১/১০/২০২২ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা এখনই আবেদন করে ফেলুন।

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLY NOW : CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।

TELRGRAM CHANNEL:  CLICK HERE

Below Post Ad