উচ্চমাধ্যমিক পাসে 25,000 টাকা বেতনে রাজ্যের বিপুল সংখ্যক গ্ৰুপ সি কর্মী নিয়োগ | WB Govt Job Recruitment 2022

 


পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ রাজ্যের সাহিত্য অ্যাকাডেমিতে কোনো রকম কোনো প্রশিক্ষণ ভিত্তিক যোগ্যতা ছাড়াই শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় প্রচুর পরিমাণে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সুতরাং আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন নুন্যতম উচ্চমাধ্যমিক পাস স্থায়ী নাগরিক হয়ে থাকেন আর দীর্ঘদিন ধরে একটা স্থায়ী ও উচ্চ পদে মোটা বেতনের চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য এটি একটি সুবর্ন সুযোগ। কারন এখানে চাকরি পাওয়ার জন্য আপনাকে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই খুব সহজেই আপনি এখানে চাকরি পেয়ে যাবেন। তাই এই সুযোগকে কোনো ভাবেই হাতছাড়া না করে দ্রুত আবেদন জানিয়ে ফেলুন। আর কিভাবে আবেদন জানাবেন, আবেদনের সময় সীমা কত এই সব বিষয়ে বিস্তারিত ভাবে জানতে হলে আমাদের প্রতিবেদনটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ুন।নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।


শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা:-

রাজ্য সরকারের সাহিত্য অ্যাকাডেমি দপ্তরে কোনো একটি নির্দিষ্ট পদে নয় বরং একাধিক  পদে গ্ৰুপ সি কর্মী নিয়োগ করা হবে। এখানে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-  

  • Assistant editor,
  • Sales cum exhibition assistant, 
  • Senior accountant,
  • Sub editor ( Hindi), 
  • Sub editor (English),
  • Technical assistant, 
  • Receptionist Cum telephone operatorb এবং 
  • Stenographer grade- ll


          উপরিউক্ত এই প্রতিটি পদের জন্য আবেদন করার ক্ষেত্রেই আবেদনকারীকে  অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকাটা আবশ্যিক। তবে যারা আরও উচ্চশিক্ষার অধিকারী তারাও এখানে সমান ভাবে আবেদনের যোগ্য। এই প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ তারিখ অনুযায়ী ৪০ বছরের মধ্যে। এই সব পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৫,৫০০- ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি:- এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কারণ এখানে অনলাইন আবেদনের কোনো রুপ ব্যাবস্থা নেই। এই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আপনাকে যে যে ভাবে করতে হবে সেগুলি হল-

১) প্রথমে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।

২) তারপর সেই নোটিফিকেশনের নীচে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন সেটির একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন।

৩) এরপর সেই ফর্মে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।

৪) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো ফর্মের নির্দিষ্ট স্থানে চিটিয়ে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিন।

৫) সবশেষে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির এক কপি করে জেরক্স অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যুক্ত করে একটি খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।


আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:- 

আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৫) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

৬) একটি খাম এবং ৫ টাকার একটি পোস্টাল স্ট্যাম্প।


নিয়োগ পদ্ধতি:- এই দপ্তরে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর সেগুলি বিচার করে তাদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। এই লিস্ট আপনারা এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট sahityaakademi.gov.in এ গিয়ে দেখতে পাবেন। এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে বা স্পীড পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে একটি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।


আবেদনের শেষ তারিখ:- এই দপ্তরে চাকরির জন্য আবেদন পত্র জমা নেওয়া গত ২৯/১০/২০২২ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন চলবে আগামী ২৮/১১/২০২২ তারিখ পর্যন্ত। তাই যারা আবেদন করার জন্য যোগ্য ও ইচ্ছুক তারা আর দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন। এবং ভবিষ্যতে আরও সব সরকারি চাকরি অথবা স্কলারশিপ অথবা জনমুখী প্রকল্পের খবরাখবর পেতে হলে আমাদের পত্রিকার সঙ্গে থাকুন।

OFFICIAL NOTICE 1: CLICK HERE

OFFICIAL NOTICE 2: CLICK HERE

OFFICIAL WEBSTE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।

TELRGRAM CHANNEL:  CLICK HERE

Below Post Ad