শূন্যপদ গুলির নাম:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রকার শূন্যপদে নিয়োগ করা হবে এবং সেগুলি হল- Unit Management Officer, Officer Sales SA, Relationship Manager RO, RO-SS, Lone Sales, Customer Service, Customer Handling, Branch Relationship Officer, CSO, Regional Business Officer, Customer Sales Manager, Assistant Manager আরও অনেক পদে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স:- উপরিউক্ত সমস্ত পদ গুলির মধ্যে গ্ৰুপ সি পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং তার পাশাপাশি কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকলে ও ভালো হয়। তবে যারা স্নাতক ডিগ্ৰি পাস করেছেন তারাও এই পদ গুলির জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে গ্ৰুপ ডি পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং এখানে উল্লেখিত প্রত্যেকটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। এখানে আবেদনকারী সফল চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ১৯,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:- এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের বা ল্যাপটপ বা কম্পিউটারের google browser এর Search box এ গিয়ে Axis Bank Careers লিখে Search করতে হবে।
২) তারপর একটি Window Open হবে তার নিচের দিকে Apply now বলে একটি Option আসবে সেইখানে ক্লিক করতে হবে।
৩) এরপর Upload Resume বলে একটি Option দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা Upload করে দিন।
৪) Resume Upload করা হয়ে গেলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার বা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৫) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার স্ক্যান করে আপলোড করে দিন।
৬)
সবশেষে আপনার যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে এই ফর্মের সঙ্গে link করে Submit botton এ Click করলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:- আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করা।
২) আধার কার্ড স্ক্যান করা
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস স্ক্যান করা।
৪) আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা।
৫) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। এবং সেই শর্টলিস্টে যাদের নাম থাকবে তাদের E-mail এর মাধ্যমে ইন্টারভিউ এর জন্য ডেকে নেওয়া হবে। এই ইন্টারভিউ তে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:- এখানে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন কিছুদিন চলবে। তাই যারা আবেদন করার জন্য যোগ্য ও ইচ্ছুক তারা আর বেশি দেরি না করে আজই আবেদন করে ফেলুন।
OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL: CLICK HERE