কন্যাশ্রী প্রকল্পের বিরাট বড় চাকরি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় | WB DEO Govt Job Recruitment 2022



ভয়ঙ্কর করোনা মহামারী ছড়ানোর পর থেকে সারা রাজ্য তথা সারা দেশ জুড়ে বেকারত্বের সংখ্যা দিন দিন ক্রমশ বেড়েই চলেছিল। আমাদের রাজ্য তথা দেশের শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরির আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ‌‌‌‌। ঠিক এমনই সময়ে আমাদের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় এই সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে। আর আজ আবারও আমাদের পত্রিকার তরফ থেকে তাদের জন্য আরও একটি খুশির খবর রয়েছে। আর সেটি হল আমাদের রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে ভালো মাসিক বেতনে বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমগ্ৰ রাজ্যের যে কোনো জেলার নারী পুরুষ নির্বিশেষে সকল স্নাতক পাস চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে এবারে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জনদরদী মুখ্যমন্ত্রী একের পর এক বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প চালু করেছেন এবং এইসব প্রকল্পগুলি স্বচ্ছ ও সচ্ছলভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন দপ্তরে একের পর এক প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজ আমরা সেই বিজ্ঞপ্তি এবং যোগ্যতা, বয়স, বেতন সমস্ত কিছু আলোচনা করব এবং যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা সকলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন তাহলে আর দেরি কেন চলুন বিস্তারিত ভাবে আপডেটটি জেনে নেওয়া যাক।


শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, ও বয়স:-

পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পে আবেদনকারী সফল প্রার্থীদের Block Data Manager পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। এবং সেই সঙ্গে অন্তত পক্ষে ১ বছরের Modern Computer Application এর ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং মিনিটে কম করে হলেও ৩০ টা শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩৭ বছরের মধ্যে। তবে SC, ST প্রার্থীরা নিয়মানুযায়ী ৫ বছর এবং OBC প্রার্থীরা নিয়মানুযায়ী ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। আর যারা সরকারি অবসর প্রাপ্ত প্রার্থী তারা ৬৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১১,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি:- এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আপনারা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই করতে পারেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাদের যে ভাবে আবেদন করতে হবে সেগুলি হল-

১) প্রথমে এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে Apply now Option এ ক্লিক করতে হবে ‌‌‌। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া আছে।

২) তারপর সেখানে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) তারপর আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করলেই Start application বলে একটি Option আসবে সেখানে ক্লিক করলেই একটি Online application এর ফর্ম দেখতে পাবেন।

৪) এই ফর্মে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।

৫) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার স্ক্যান করে আপলোড করে দিন ‌‌‌।

৬) সবশেষে আপনার যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে ফর্মের সঙ্গে যুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন Complete।

         অন্যদিকে অফলাইনের Application এর ক্ষেত্রে আপনাকে যে ভাবে আবেদন করতে হবে সেগুলি হল-

১) আপনাকে প্রথমে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।

২) এরপর সেই নোটিফিকেশানের নীচে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন সেটির একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন।

৩) এরপর সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।

৪) তারপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো ফর্মের নির্দিষ্ট স্থানে চিটিয়ে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিন।

৫) সবশেষে এই ফর্মের সঙ্গে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।


প্রয়োজনীয় ডকুমেন্টস:- অনলাইন এবং অফলাইন দুই ধরনের আবেদনের ক্ষেত্রেই আপনাকে আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করা ( অনলাইনের ক্ষেত্রে) এবং জেরক্স (অফলাইনের ক্ষেত্রে)‌‌‌‌।

২) আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা (অনলাইনের ক্ষেত্রে) এবং জেরক্স ( অফলাইনের ক্ষেত্রে)‌।

৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস স্ক্যান করা ( অনলাইনের ক্ষেত্রে) এবং ( জেরক্স অফলাইনের ক্ষেত্রে)।

৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা ( অনলাইনের ক্ষেত্রে) এবং জেরক্স অফলাইনের ক্ষেত্রে)‌‌‌‌‌‌‌।

৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা (অনলাইনের ক্ষেত্রে) এবং জেরক্স( অফলাইনের ক্ষেত্রে)।

৬) Retired Person দের ক্ষেত্রে Retirement সার্টিফিকেট স্ক্যান করা ( অনলাইনের ক্ষেত্রে) এবং জেরক্স (অফলাইনের ক্ষেত্রে)।

৭) কাস্ট সার্টিফিকেট স্ক্যান করা (অনলাইনের ক্ষেত্রে) এবং জেরক্স (অফলাইনের ক্ষেত্রে)।

৮) এক বা দুই কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা ( অনলাইনের ক্ষেত্রে) এবং Original(অফলাইনের ক্ষেত্রে)।


নির্বাচন পদ্ধতি:- এই দপ্তরে আবেদনকারী চাকরিপ্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর আবেদনকারী সকল প্রার্থীকে প্রথমে একটি ৫০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের একটি ৪০ নম্বরের Computer টেস্টের জন্য ডাকা হবে। এখানেও যারা উত্তীর্ণ হবেন তাদের একটি ১০ নম্বরের ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।


আবেদন পত্র জমা করার শেষ তারিখ ও ঠিকানা:-

এই দপ্তরে আবেদন পত্র জমা নেওয়া আজ অর্থাৎ ১৭/১০/২০২২ তারিখ থেকে শুরু হচ্ছে আর এই প্রক্রিয়া চলবে আগামী ১১/১১/২০২২ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা আর দেরি না করে এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অথবা নীচে দেওয়া ঠিকানায় অফলাইনের মাধ্যমে আবেদন করে ফেলুন।

        To,

        The District Magistrate and 

        Collector, District Project

        Management Unit, Kaneyashree

        Prakalpa, New Administrative

        Building, 3rd floor, Purbabardhwan

        - 713101.


এই চাকরি সম্বন্ধীয় আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ুন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSTE:CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।

TELRGRAM CHANNEL:  CLICK HERE

Below Post Ad