বর্তমান যুগে সারা পশ্চিমবঙ্গ তথা সারা দেশে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর গুলিতে চাকরির সুযোগ এতটাই কমে গেছে যে আজকালকার দিনের ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য বিষয়ে পারদর্শী হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির চেষ্টা করেও কোনোভাবেই সফল হতে পারছেন না। ফলে সারা দেশ জুড়ে বেকারত্বের সংখ্যা দিন দিন হুর হুর করে বেড়েই চলেছে। আর এর ফলে তাদের প্রত্যেকের মনে অসন্তোষ ও হতাশার সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে রান্নার গ্যাস থেকে শুরু করে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে ক্রমশ বেড়েই চলেছে তাতে করে পরিবারের কোনো একজন সদস্যের রোজগারের টাকায় সংসার চালানো খুব দুষ্কর হয়ে পড়েছে। এর ফলে বেশিরভাগ পরিবারে অন্নাভাব দেখা দিচ্ছে। তাই এই সব সমস্যার সমাধান করার জন্য আজ আমাদের সংবাদ মাধ্যম বেঙ্গল প্রভাকরের তরফ থেকে আপনাদের সকলের জন্য একটি দুর্দান্ত মুশকিল আসান এর উপায় রয়েছে। যার মাধ্যমে আপনারা ঘরে বসেই দিনে খুব বেশী হলেও ৩/৪ ঘন্টা সময় ব্যয় করেই প্রতি মাসে ১০,০০০-১,০০০০০ টাকা পর্যন্ত বা তার চেয়েও অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন। আর এর জন্য দরকার শুধুমাত্র একটি ভালো ইন্টারনেট সংযোগ সহ অ্যান্ড্রয়েড ফোন। এই ফোন থাকলেই আপনি নিজের ঘরে বসে এই ফোনের মাধ্যমে বিভিন্ন রকম কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবেন। এই মোবাইলের মাধ্যমে আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন এবং কিভাবে করবেন সেই সব বিষয়ে
আলোচনা করা হল।
Data entry operator jobs:- আপনার অ্যান্ড্রয়েড ফোনের google search box এ গিয়ে Data entry operator jobs বলে Search করবেন তাহলেই দেখবেন সেখানে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট এর লিঙ্ক দেখতে পাবেন। সেগুলোতে ক্লিক করে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা আপলোড করে রেখে দেবেন। তাতে করে কোনো কোম্পানির কাছে যদি ডেটা এন্ট্রির কাজ থাকে তাহলে তারা আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে তাদের কোম্পানির কাজের বিষয়ে বুঝিয়ে দেবেন এবং সব শোনার পর আপনি যদি কাজটি করতে ইচ্ছুক থাকেন তাহলে সেই সব কোম্পানি আপনাকে কিছু ডেন্টা এন্ট্রি সংক্রান্ত কাজ দেবে আর সেগুলি আপনি ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে করেই প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
Freelanceing job:- এর জন্যেও আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের google search box এ গিয়ে Freelanceing jobs বলে Search করতে হবে তাহলেই দেখবেন সেখানে বিভিন্ন কোম্পানির Freelanceing job এর লিঙ্ক দেখতে পাবেন। সেগুলোতে ক্লিক করে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা আপলোড করে দেবেন এবং আপনি কি ধরনের কাজ করতে চান অর্থাৎ কনটেন্ট রাইটিং, অ্যাড এডিটিং, ডেটা এডিটিং, ডেটা শর্টিং নাকি ফর্ম ফিলিং যে ধরনের কাজ আপনি করতে চান সেটিকে Choose করে Apply করে রাখবেন তাহলেই দেখবেন যখনই কোনো কোম্পানির কাছে এই ধরনের কোনো কাজ থাকবে তারা আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে তাদের কোম্পানির কাজের বিষয়ে বুঝিয়ে দেবেন এবং আপনি যদি কাজ করতে রাজি থাকেন তাহলে আপনাকে আপনার পছন্দের কাজ দিয়ে দেবেন। আর এর ফলে আপনি ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে কাজ করেই প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
Social media marketing jobs:- এর মাধ্যমে আপনি ঘরে বসেই কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই কেবলমাত্র মোবাইল ফোনের মাধ্যমে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এই কাজ যেভাবে করতে হবে তা হল আপনাকে শুধু আপনি যে Product নিয়ে Business করতে চান তা সে শাড়ি, কুর্তি, ব্লাউজ, ছেলেদের টি শার্ট বা পাঞ্জাবী, অক্সিডাইস জুয়েলারী, কোনো বেবি প্রোডাক্ট বা বিউটি প্রোডাক্ট তার সে যাই হোক না কেন সেটির একটা ছবির তুলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করে দেবেন। তারপর সেই জিনিস গুলি যাদের পছন্দ হবে তারা আপনাকে মেসেজ করে সেই জিনিসের বিষয়ে বিস্তারিত জেনে আপনাকে Order দেবেন এবং আপনি Curiar এর মাধ্যমে সেগুলো delivery করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
Customer Support Executive jobs:- এই ধরনের কাজের জন্যেও আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের google search box এ গিয়ে Customer Support Executive jobs বলে Search করতে হবে। Search করার পর সেখানে আপনি বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট এর লিঙ্ক দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা আপলোড করে রেখে দেবেন এবং আপনি যে Customer Support Executive jobs খুঁজছেন তা উল্লেখ করে দেবেন তাহলেই দেখবেন যখনই কোনো কোম্পানির এই ধরনের কাজ থাকবে তারা আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে তাদের কোম্পানির কাজের বিষয়ে বুঝিয়ে দেবেন এবং আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে কাজ দিয়ে দেবে। তার ফলে আপনি ঘরে বসেই Customer Support Executive এর job করে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
YouTuber job:- আপনার যদি একটি ভালো ইন্টারনেট সংযোগ সহ অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন গেম, গান, নাচ, বাজনা, রান্না, বিউটি পার্লারের বিভিন্ন কাজ এই সমস্তর ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করে দেবেন সেখানে আপনার যত বেশি Subscriber ও Views হবে সেই অনুযায়ী আপনি প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
Translating jobs:- আপনি যদি বাংল, হিন্দি, ইংরেজি ও অন্যান্য ভাষায় পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনার মোবাইলের google search box এ গিয়ে Translating jobs বলে Search করুন তাহলেই দেখবেন সেখানে বিভিন্ন কোম্পানির Translating jobs এর লিঙ্ক দেখতে পাবেন সেখানে আপনার বায়োডাটা আপলোড করে রেখে দেবেন কোনো কোম্পানির কাছে যদি এই ধরনের job থাকে তাহলে তারা আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে কাজ দিয়ে দেবে। আর ঘরে বসে এই কাজ করে আপনি প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:- উপরিউক্ত কাজ গুলি করার জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র বিভিন্ন ভাষায় জ্ঞান ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারলেই আপনারা এই সব ধরনের কাজ করতে পারবেন।
MORE JOB NEWS: CLICK HERE
চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL: CLICK HERE