শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা:-
রাজ্য জেলা পরিষদ দপ্তরের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলা পরিষদ অফিস গুলিতে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
Assistant District Co-ordinator (non technical)-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Public Health/Social Work/ Rural Development এ পোস্ট গ্ৰাজুয়েশান ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ২৫-৩৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়মানুযায়ী SC, ST রা ৫ বছর এবং OBC রা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
Assistant District Co-ordinator (Technical)-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত ইঞ্জিনিয়ার কলেজ থেকে Civil Engineering এ ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ২৫-৩৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়মানুযায়ী SC, ST রা ৫ বছর এবং OBC রা ৩ বছর বয়স পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
উপরিউক্ত দুটি পদের জন্যই নির্বাচিত প্রার্থীরা চাকরিতে যোগ দেওয়ার পর প্রতি মাসে ২৪,০০০ টাকা করে বেতন পাবেন।
আবেদন করার পদ্ধতি:-
এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে অথবা Google search box এ গিয়ে এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.nadiazillaparishad.in টাইপ করে এন্টার দিন।
২) এরপর সেখানে Apply now Option এ ক্লিক করলে একটি নতুন window open হবে।
৩) এরপর সেখানে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।
৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৫) এরপর এই ফর্মের নির্দিষ্ট স্থানে আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে আপলোড করে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার স্ক্যান করে আপলোড করে দিন।
৬) এরপর আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট সহ অন্যান্য সব শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট গুলি স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।
৭) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) দেশের বা রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড।
৩) আবেদনকারীর নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট।
৪) এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
নিয়োগ পদ্ধতি:-
এই পদে চাকরির জন্য অনলাইন আবেদন পত্র জমা নেওয়া শেষ হলে আবেদনকারীদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই লিস্ট আপনারা এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে বা স্পীড পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার সময় সীমা:-
রাজ্য জেলা পরিষদ দপ্তরের তরফে শূন্যপদ গুলি পূরণের জন্য প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির জন্য আবেদন পত্র জমা নেওয়া গত ৪/১১/২০২২ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫/১১/২০২২ পর্যন্ত।