25000 টাকা বেতনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের প্রচুর গ্রুপ সি পদে কর্মী নিয়োগ | WB Health Department Group-C Recruitment

 

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্রচুর পরিমাণে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদের গ্রুপ সি গ্রুপ ডি ও আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন যোগ্যতায় চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্রাজুয়েশন পাস ও আরো অন্যান্য যোগ্যতা এখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সরকারি চাকরির খোঁজ করছেন তারা এখানে আবেদন করার সুযোগ পাবেন। এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীরা অবশ্যই বিস্তারিত খবরটি জেনে নিবেন নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে।

আবেদন পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে ভালো করে ফিলাপ করে এর সঙ্গে চাকরিপ্রার্থীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সংযুক্ত করে সেই আবেদন পত্র ডকুমেন্টগুলো একত্রিত করে একটি পিডিএফ ফাইল তৈরি করে সেই ফাইলটি নিচের দেওয়া ইমেইল আইডিতে পাঠাতে হবে। এরপর হার্ডকপি নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে চাকরিপ্রার্থীরা নিজের যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে পারবেন সেই পদেই আবেদন করবেন।

পদের নাম: এখানে প্রচুর পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত পদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

1.লোয়ার ডিভিশন ক্লার্ক(LDC)-1
2. অডিওমেট্রিক এসিস্ট্যান্ট-1
3. ইনস্ট্রাক্টর -2
4.সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার -2
5. ফার্মাসিস্ট-1
6. পাবলিক হেল্থ ম্যানেজার -1
7.সাইকোলজিস্ট -2
8.নার্স-1
9. সেনিটারি এটেন্টডেন্ট -1
10.মাল্টি রাহাবিলিটেশন ওয়ার্কার(CHC)-2
11.এমও (Ayush)-5
12.ল্যাব টেকনিশিয়ান CHC NCD Clinic-র জন্য -2
13.ICTC ল্যাব টেকনিশিয়ান -3
14. অডিওলজিস্ট -1
15.ব্লক একাউন্ট ম্যানেজার -1
16.জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার -7
17. কমিউনিটি হেল্থ এসিস্ট্যান্ট আরবান-11
18.মেডিকেল অফিসিয়াল (Full time)-2
19. GDA -1

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যেই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদনপত্র জমা করতে হবে 06/06/2022 তারিখের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্রাজুয়েশন পাশে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে।

বেতন: এখানে পদ অনুযায়ী প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। কিছু পদের জন্য এখানে চাকরি প্রার্থীদের 25,000/- টাকা করে বেতন দেওয়া হবে। বেশকিছু পদের জন্য এখানে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে 18,000/- টাকা করে বেতন দেওয়া হবে এবং আরো কিছু পদ রয়েছে যেগুলোর জন্য এখানে চাকরিপ্রার্থীদের 22,000/- টাকা করে বেতন দেওয়া হবে।

বয়স: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে।

আবেদনপত্র পাঠানোর ইমেল আইডি: reqruitmentdarj4@gmail.com

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে- Department Of Health and Family Welfare, Office Of The Chief Medical Officer of Health, Darjeeling.

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন:

1.সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

2. মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র

3. আধার কার্ড অথবা ভোটার কার্ড

4.কাস্ট সার্টিফিকেট যদি থাকে

5 পাসপোর্ট সাইজের ফটোকপি

6 অন্যান্য

যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে পড়বেন

OFFICIAL NOTICE:CLICK HERE

OFFICIAL WEBSITE:CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment