সমগ্ৰ পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আজ আমরা একটি বিরাট সংখ্যক শূন্যপদে গ্ৰুপ সি সহ সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এখানে খুবই কম যোগ্যতায় মোটা বেতনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। আর এই নিয়োগের সবচাইতে বড় বিশেষত্ব হল এইটাই যে এখানে যে সব শূন্যপদ গুলি রয়েছে সেখানে খুবই কম যোগ্যতায় কোনো চুক্তি ভিত্তিক পদে নয়, একেবারে স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে। আর যেহেতু সারা রাজ্য জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে তাই সারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে নারী পুরুষ সকল বেকার চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদ গুলির নাম:-
Security Printing and Minting Corporation Limited এর তরফ থেকে Jr.Technician, Lab Assistant, Sub Station Operator এবং Supervisor পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ও বেতনের পরিমাণ:-
উপরিউক্ত পদ গুলির মধ্যে যে যে পদের ক্ষেত্রে যা যা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেগুলি হল-
Jr. Technician- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে যে কোনো সরকার স্বীকৃত পলিটেকনিক কলেজ থেকে যে কোনো বিভাগে ITI Trade কোর্স Complete করে থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৯/১১/২০২২ অনুযায়ী ১৮-২৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৮,৭৮০-৬৭,৩৯০ টাকা অবধি বেতন দেওয়া হবে।
Lab Assistant- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকারি পলিটেকনিক কলেজ থেকে Lab Assistant বিভাগে ITI Trade কোর্স Complete করে থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৯/১১/২০২২ অনুযায়ী ১৮-২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন । এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৮,৭৮০-৬৭,৩৯০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Sub Station Operator- এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো সরকারি পলিটেকনিক কলেজ থেকে Electrical ডিপার্টমেন্টে ITI Trade কোর্স Complete করে থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৯/১১/২০২২ অনুযায়ী ১৮-২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৮,৭৮০-৬৭,৩৯০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Supervisor- এই পদের চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকারি কলেজ থেকে Full time Chemical Engineering/ Technology তে ফার্স্ট ক্লাস পেয়ে ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্ৰি Complete করে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৯/১১/২০২২ অনুযায়ী ১৮-৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৭,৬০০-৯৫,৯১০ টাকা অবধি বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
Security Printing and Minting Corporation Limited এর তরফ থেকে প্রকাশিত প্রতিটি শূন্যপদের জন্যই আবেদন করতে হলে আপনাকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-
১) প্রথমে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে অথবা google search box এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.igmkolkata.spmcil.com টাইপ করে এন্টার দিন।
২) এরপর অফিসিয়াল ওয়েবসাইট open হলে প্রথমে সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।
৩) রেজিস্ট্রেশন complete হলে আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে।
৪) এরপর সেই User Id ও Password দিয়ে Login করুন।
৫) এরপর অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মের আকারে একটি window open হবে।
৬) এরপর সেখানে একেএকে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৭) এরপর ফর্মের মধ্যে যে জায়গায় ফটো পেস্ট করার জন্য জায়গা দেওয়া হয়েছে সেখানে একটি recent তোলা পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে আপলোড করে দিন এবং সিগনেচারের জায়গায় আগে থেকে করে রাখা একটি সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে আপলোড করে দিন।
৮) সবশেষে আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর ছবি তুলে স্ক্যান করে আপলোড করে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে Link করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন Done।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইন আবেদনের সময় আবেদন পত্রের সঙ্গে সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলিও স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৫) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৬) সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা এবং সংরক্ষিত শ্রেনীর প্রার্থী ও মহিলা দের ক্ষেত্রে ২০০ টাকা আবেদন মূল্য হিসেবে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি:-
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি কম্পিউটার বেসড পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদের নামের একটি শর্টলিস্ট তৈরি করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে বা স্পীড পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে একটি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ তে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
এই দপ্তরে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন আবেদন পত্র জমা নেওয়া গত ২৯/১০/২০২২ তারিখ থেকে শুরু হয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে টানা এক মাস ধরে অর্থাৎ ২৯/১১/২০২২ পর্যন্ত। তাই আর বিলম্ব না করে দ্রুত আবেদন করে ফেলুন।