31 শে জানুয়ারি প্রাইমারি টেট পরীক্ষার কোশ্চেন ভুল মামলার গুরুত্বপূর্ণ শুনানি হল । বিস্তারিত জেনে নিন

By bengalpravakar.com

Updated on:

 

2021 সালের 31 শে জানুয়ারি যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেখানে কোশ্চেন ভুলের উপর মামলা করা হয় এবং তার গুরুত্বপূর্ণ শুনানি হলো ।এই মামলাটির শুনানি হয়েছিল বিচারপতি রাজর্ষি ভারদ্বাসের এজলাসে কোর্ট নাম্বার 15 তে।

এই মামলাটি করা হয়েছিল প্রতিমা মন্ডল এর দ্বারা ।কারণ তিনি এর আগে 130 জন কে  একই মামলায় পাস করেছেন বলে জানা যায় ।

এর আগের শুনানিতে কোর্ট পর্ষদকে হলফনামা জমা দিতে বলেছিলেন ।এদিন কোর্টে সেই হলফনামা জামা পরার কথা ছিল কিন্তু সরকার পক্ষের বিচারপতি এডভোকেট মিস্টার গুপ্তার জানিয়েছেন এই হলফনামা জমা দিতে আরো কিছুদিন দেরি হবে পর্ষদের। তাই কোর্ট এর কাছে কিছুদিন সময় চেয়ে নেওয়া হয় এবং কোর্ট থেকে সেই আবেদন মঞ্জুর করে দেওয়া হয় ।

আগামী 30 শে এপ্রিলের মধ্যে সেই হলফনামা কোর্টে জমা করার কথা বলা হয়েছে এবং 7মে এর পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে বটে তরফ থেকে।

Leave a Comment