43900 টাকা বেতনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ | WB Health Group-C Recruitment 2022

 

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্রচুর পরিমাণে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদের গ্রুপ সি গ্রুপ ডি ও আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন যোগ্যতায় চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্রাজুয়েশন পাস ও আরো অন্যান্য যোগ্যতা এখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সরকারি চাকরির খোঁজ করছেন তারা এখানে আবেদন করার সুযোগ পাবেন। এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীরা অবশ্যই বিস্তারিত খবরটি জেনে নিবেন নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে।

আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইন ও অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে ফরম ফিলাপ করতে হবে এরপর চাকরিপ্রার্থীদের ফরমটি প্রিন্ট আউট করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। চাকরি প্রার্থীরা আবেদনপত্রটি স্পিড পোস্ট এর মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি পড়তে হবে।

পদের নাম: এখানে প্রচুর পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত পদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

(১) সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার-
(২) সামাজিক মনোবিজ্ঞানী
(৩) ফিজিওথেরাপিস্ট
(৪) ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
(৫) অডিওমেট্রি টেকনিশিয়ান (ENT)
(৬) স্পিচ থেরাপিস্ট
(৭) বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার
(৮) স্টোর কিপার
(৯) টেকনিক্যাল অফিসার অপথালমোলজি (প্রতিসরণ বিশেষজ্ঞ)
(১০) কারিগরি সহকারী (অ্যানেস্থেসিওলজি)
(১১) টেকনিক্যাল অফিসার (ডেন্টাল)/ডেন্টাল টেকনিশিয়ান
(১২) কারিগরি সহকারী (ICU)
(১৩) OT টেকনিশিয়ান
(১৪) রেডিওগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড-I
(১৫) রেডিওথেরাপি টেকনিশিয়ান গ্রেড-II
(১৬) ডায়েটিশিয়ান
(১৭) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ENT)
(১৮) জুনিয়র অ্যাকাউন্টস অফিসার
(১৯) লাইব্রেরিয়ান গ্রেড-III
(২০) লাইব্রেরিয়ান গ্রেড-II
(২১) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)
(২২) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
(২৩) জুনিয়র ইঞ্জিনিয়ার (এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন)
(২৪) ম্যানেজার/সুপারভাইজার/গ্যাস অফিসার

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদনের শেষ তারিখ 24/05/2022 এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের 06/06/2022 তারিখের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্রাজুয়েশন পাশে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে।

বেতন: এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরি করবেন তাদের প্রতি মাসে 43,900/- টাকা থেকে 45,300/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়স: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে- The Administrative Officer,
Recruitment Cell, All India Institute of Medical Sciences, Kalyani
NH-34 Connector, Basantapur, Saguna
Nadia, West Bengal – 741245.

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন:

1.সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

2. মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র

3. আধার কার্ড অথবা ভোটার কার্ড

4.কাস্ট সার্টিফিকেট যদি থাকে

5 পাসপোর্ট সাইজের ফটোকপি

6 অন্যান্য

যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে পড়বেন

OFFICIAL NOTICE:CLICK HERE

OFFICIAL WEBSITE:CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

Leave a Comment