50% হারে সরকারি কর্মীদের DA বৃদ্ধি করা হলো, সকলেই পেয়ে যাবেন, জানুন বিস্তারিত

By bengalpravakar.com

Published on:

 

সরকারি কর্মীদের দীর্ঘদিন পর অবশেষে বৃদ্ধি পেতে চলেছে বেতন ও DA। ইতিমধ্যে জানা গেছে ৫০ শতাংশ হারে বৃদ্ধি পেতে চলেছে DA। সর্বশেষ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল মার্চ মাসে। আবারো নতুন করে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য। তবে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র সরকার তাদের নিয়মমাফিক প্রতি বছর দুবার করে দ্রব্যমূল্যের বৃদ্ধির উপর নির্ভর করে মহার্ঘ ভাতা ও বেতন বৃদ্ধি করে চলেছে। ইতিমধ্যে নতুন একটি আপডেট বেরিয়েছে যেখানে বলা হয়েছে আবারো নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মীদের।

মুদ্রাস্ফীতির সঙ্গে ও দ্রব্যমূল্যের বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মীদের বেতন ও মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে। বর্তমানের দ্রব্যমূল্যের বৃদ্ধির বাজারে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা শুনতে সরকারি কর্মীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে এবার বিপুল পরিমাণে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে। সূত্রের খবর জুলাই মাসে নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মীদের জন্য এবং খুব শীঘ্রই তারা বেতনের সঙ্গে এই নতুন মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। ইতিমধ্যে জানা গিয়েছে জুন মাসের AICPI শাসকের উপর ভিত্তি করে সরকারি কর্মীদের জন্য তিন থেকে চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়েছে এবং সব মিলিয়ে সরকারি কর্মীরা মোটের উপর ৪৮ থেকে ৫০% মহার্ঘ ভাতা পেয়ে যাবেন।

রাজ্য সরকার নিয়ে কর্মীরা দীর্ঘদিন ধরে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের নিয়মমাফিক মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলেও আমাদের রাজ্যের সেই অনুযায়ী মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়নি এবং ফলে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছে। যতদূর জানা গিয়েছে এই রায় রাজ্য সরকারের কর্মীদের পক্ষেই যাবে এবং সেই অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা হিসাব অনুযায়ী তাদের যে পরিমাণে মহার্ঘ ভাতা প্রয়োজন সেটা পেয়ে যাবেন।

অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র সরকারি কর্মীরা প্রথমে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে যেতেন পরবর্তীকালে তাদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় এবং যার ধরন তারা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে যেতেন এবং চলতি বছরে আবারো তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলো এবং যার ধরণ তারা ৪৮ থেকে ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। এদিক থেকে দেখতে গেলে রাজ্য সরকারি কর্মীরা বেতনের দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ছেন কেন্দ্র সরকারি কর্মীদের তুলনায়। পরবর্তী কিছুদিন পরেই রয়েছে লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনের আগেই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়ই তাদের সরকারি কর্মীদের দাবি দেওয়া মেনে নেবে বলে আশা করা যাচ্ছে।

MORE NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় ও নিত্যনতুন এ ধরনের প্রকল্প সম্মন্ধে আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment