আপনি কি ছেলেবেলা থেকেই কোনো সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন মনে আঁকড়ে ধরে বড়ো হয়েছেন? আর সেই অনুযায়ী নিজেকে তৈরি করেছেন? বহুবার ব্যাঙ্কের চাকরির পরীক্ষা দিয়েও সফল হতে পারেননি? তাহলে আপনার জন্য একটি বড় সুখবর রয়েছে। যার হাত ধরে আপনি খুব সহজেই আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এবং আপনার ছোট বেলার স্বপ্ন পূরণ করতে পারবেন। আর আপনাদের এই স্বপ্ন পূরণের পথ দেখাবে আমাদের কেন্দ্রীয় সরকার অধীনস্থ Central Bank of India। কিন্তু কিভাবে দেখাবে? তাহলে শুনুন Central Bank of India এর তরফ থেকে ৫,০০০ শূন্যপদে বেকার যুবক যুবতীদের সম্পূর্ণ বিনামূল্যে ১ বছরের Banking Training করিয়ে ট্রেনিং শেষে সারা দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা এই ব্যাঙ্কের ই বিভিন্ন শাখায় বিভিন্ন শূন্যপদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এইটাই যে Central Bank of India এর তরফ থেকে প্রকাশিত হওয়া এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস ধার্য্য করা হয়নি। সারা দেশের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল স্নাতক পাস বেকার চাকরিপ্রার্থীরা এখানে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
কেন্দ্রীয় সরকার অধীনস্থ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিসের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ গুলিতে ১ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর মাধ্যমে Human Capital Management Department এ ৫,০০০ জন কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে কেন্দ্রীয় সরকার অনুমোদিত যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্ৰ্যাজুয়েশন বা সমমানের ডিগ্ৰি Complete করে থাকতে হবে।
নির্ধারিত বয়সসীমা:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩১/০৩/২০২৩ অনুযায়ী ২০-২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC ও PwBD প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
স্টিপেন্ডের পরিমাণ:-
Central Bank of India এর অধীনে অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলাকালীন প্রত্যেক প্রশিক্ষনকারীকে স্থান অনুযায়ী মাসিক ১০,০০০-১৫,০০০ টাকা পর্যন্ত স্টিপেন্ট দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে তা হল-
• প্রথমেই এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করে অথবা google search box এ অফিসিয়াল ওয়েবসাইট www.apprenticeshipindia.gov.in লিখে search করতে হবে।
• এরপর সেখানে রেজিস্ট্রেশনের জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সমূহ দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
• রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
• Login করার পর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, জেন্ডার, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে Ok Option এ ক্লিক করে Next Button এ ক্লিক করতে হবে।
• এরপর একে একে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।
• এরপর আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরি ও OBC ক্যাটাগরির প্রার্থীরা ৮০০ টাকা SC, ST ও মহিলা প্রার্থীরা ৬০০ টাকা এবং PwBD প্রার্থীরা ৪০০ টাকা করে করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
• সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্ম ও অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিতে হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে সেগুলি হল-
• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
• পরিচয় পত্র হিসেবে আধার কার্ড স্ক্যান করা।
• মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
• কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
• কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
• এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
• কালো ডট পেন দিয়ে করা আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
• লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করা।
• হাতে লেখা সেলফ ডিক্লিয়ারেশান সার্টিফিকেট স্ক্যান করা।
নিয়োগ প্রক্রিয়া:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর প্রথমে তাদেরকে একটি কম্পিউটার বেসড পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই দুটি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে জয়েনিং লেটার পাঠিয়ে ১ বছরের প্রশিক্ষনের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
পরীক্ষার তারিখ:-
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শূন্যপদে অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর মাধ্যমে কর্মী নিয়োগের জন্য আগামী April মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ কম্পিউটার বেসড পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
আবেদনের সময়সীমা:-
এখানে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ২০/০৩/২০২৩ থেকে শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ৩/০৪/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন।