6000 বেশি শূন্য পদে লাইব্রেরিয়ান সহ আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ | Librarian Group-C Recruitment

By bengalpravakar.com

Published on:

 

আপনি কি একজন চাকরিপ্রার্থী তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটি চাকরির সুখবর। যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যই মূলত এই সুখবরটি। বিশেষ করে এখানে ৬,০০০ বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, যেখানে গ্রুপ সি গ্রুপ- ডি সহ আরো বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। মূলত এখানে লাইব্রেরিয়ান সহ আরো গ্রুপ সি গ্রুপ ডি ও বিভিন্ন ধরনের শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন।

আবেদন পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। রাজারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিচে আবেদন পদ্ধতি আলোচনা করা হলো- 

  1. এখানে প্রথমে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে
  2.  এরপর চাকরিপ্রার্থীদের লগইন করে মূল ফর্মটি ফিলাপ করতে হবে।
  3.  এরপর চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  4.  এরপর চাকরিপ্রার্থীদের বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস ও ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
  5.  এরপর চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য জমা করতে হবে।
  6.  সবশেষে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।

বয়স: এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে অবশ্যই ১৮- ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর যে সমস্ত চাকরিপ্রার্থী রয়েছেন তারা বয়সের বিশেষ ছাড় পেয়ে যাবেন।

মোট শূন্য পদ: সব মিলিয়ে এখানে মোট ৬৩২৯ টি শূন্য পদ রয়েছে।

পদের নাম: এখানে যে সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নাম গুলি হল- 

1. TGT (শিক্ষক)

2. PET (শিক্ষক)

3. লাইব্রেরিয়ান

4. হোস্টেল ওয়ার্ডেন

এছাড়াও বেশ কিছু ট্রেন্ড গ্রাজুয়েট শিক্ষক (TGT) নিয়োগ করা হবে, যেমন-

TGT (Social Studies) 

TGT (Science) 

TGT (Third Language)

TGT (Music) 

TGT (Art)

TGT (Hindi) 

TGT (English) 

TGT (Maths) 

শিক্ষাগত যোগ্যতা: এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। প্রত্যেকটি পদের জন্য যে ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেগুলো নিচে একে একে আলোচনা করা হলো-

TGT (শিক্ষক): এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে B.Ed ডিগ্রি করে থাকতে হবে।

PET (শিক্ষক): এখানে যদি আপনি চাকরি করতে ইচ্ছুক হন তাহলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে। তবে আপনি যদি ফিজিক্যাল এডুকেশন এর উপর গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে।

লাইব্রেরিয়ান: লাইব্রেরিয়ান পদে চাকরি করতে হলে চাকরি পার থেকে অবশ্যই লাইব্রেরিয়ান যোগ্যতা থাকতে হবে।

হোস্টেল ওয়ার্ডেন: এই পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটির থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস হলেই হবে অর্থাৎ যেকোনো শাখায় স্নাতক পাস করলেই চাকরি প্রার্থীরা এখানে চাকরি পেয়ে যাবেন।

বেতন: এখানে চাকরি পেলে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে-

TGT (শিক্ষক): ট্রেন্ড graduate শিক্ষক পদে যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে পে লেভেল 7 অনুযায়ী 44,900 – 1,42,400/- টাকা পর্যন্ত।

 PET (শিক্ষক) এবং লাইব্রেরিয়ান: উপরিক্ত দুটি পদে যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে পেয়ে লেবেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে  35,400 – 1,12,400/- টাকা পর্যন্ত। 

হোস্টেল ওয়ার্ডেন: এই পদে যারা চাকরি করবেন তাদের প্রতিমাসে বেতন দেওয়া হবে পে লেবেল 5 অনুযায়ী 29,200 – 92,300/- টাকা পর্যন্ত।

আবেদনের শেষ তারিখ: ইতিমধ্যেই এখানে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এখানে আবেদন চলবে ১৮ই আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

এই চাকরি সম্বন্ধে আপনি যদি আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সেটি ভালো করে পড়তে হবে।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a Comment