Axis Bank recruitment 2021 | 8000 শূন্য পদে কর্মী নিয়োগ | আবেদন করলেই চাকরি

By bengalpravakar.com

Updated on:

 

করোনা মহামারীর পরের রাজ্যে প্রচুর পরিমাণে বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চাকরির বাজার একেবারেই মন্দা। এই পরিস্থিতিতে ভারতীয় অ্যাক্সিস ব্যাংকের তরফে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে। অন্যদিকে করোনা মহামারীর জন্য বিভিন্ন সংস্থা থেকে প্রচুর কর্মী ছাঁটাই করা হয়েছিল। এবার আবার কর্মীর টান পড়েছে সমগ্র সংস্থাতেই । তাই সমগ্র পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে।

খুব সহজেই কিভাবে সরকারি চাকরি পাবেন পড়ুন | সহজেই চাকরি পাওয়া সম্ভব

এই পরিস্থিতিতে ভারতবর্ষে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে এক্সিস ব্যাংকে। আপনি যদি ভারতীয় নাগরিক হোন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে আবেদন করলে আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আপনি চাকরি পেয়ে যাবেন। এছাড়াও আপনি অফিশিয়াল ওয়েবসাইট থেকে চাকরির সম্বন্ধীয় বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

Bandhan Bank recruitment| CLICK HERE



পদের নাম: এখানে নির্দিষ্ট কোনো একটি পদে নিয়োগ করা হবে না । প্রচুর পরিমাণে শূন্য পদ রয়েছে এবং নানান পদে কর্মী নিয়োগ করা হবে।


মোট শূন্যপদ:
এখানে প্রায় আট হাজারের মতো শূন্য পদ রয়েছে ।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ হতে হবে।

বয়স: এখানে চাকরি করতে হলে আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


আবেদন Fee:
এখানে আবেদন করতে আপনাকে কোন রকম টাকা দিতে হবে না শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই ফরম ফিলাপ করে আবেদন করতে পারবেন।


বেতন: এখানে আপনি প্রথম অবস্থায় 19500 টাকা পাবেন এবং পরবর্তীকালে আস্তে আস্তে আপনার বেতন বৃদ্ধি পেতে থাকবে।

নিয়োগ পদ্ধতি : এখানে আবেদন করার পরে আপনাকে ইমেইলের মাধ্যমে বা কল করে পরীক্ষার জন্য যেতে বলবে। সেখানে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে বা আপনার পার্সোনালিটি টেস্ট ও কিছু সাধারণ প্রশ্নের উপরে পরীক্ষা দিয়ে আপনার চাকরি হতে পারে। তাই এখানে আবেদন করার সময় অবশ্যই আপনি আপনার বৈধ ইমেইল আইডি ও ফোন নাম্বার দিবেন।
OFFICIAL WEBSITE: CLICK HERE

JOIN OUR TELEGRAM CHANNELCLICK HERE

HDFC Bank recruitment| প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ| আবেদন করলেই চাকরি


1 thought on “Axis Bank recruitment 2021 | 8000 শূন্য পদে কর্মী নিয়োগ | আবেদন করলেই চাকরি”

Leave a Comment