Bandhan Bank Recruitment |10 হাজারেও বেশি শূন্যপদে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ! কিভাবে আবেদন করবেন জানুন

By bengalpravakar.com

Updated on:

 

বন্ধন ব্যাংকে প্রায় 10,000 শূন্যপদে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ ও গ্রাজুয়েশন পাস হতে হবে। আপনি কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত তথ্য আপনারা এই খবরটি পরলে জানতে পারবেন।

খুব সহজেই কিভাবে সরকারি চাকরি পাবেন পড়ুন | সহজেই চাকরি পাওয়া সম্ভব

সমগ্র ভারতবর্ষের প্রায় 250টির মত বন্ধন এর নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে , যার মধ্যে সবথেকে বেশি ব্রাঞ্চ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে । তাই পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে বন্ধন ব্যাংকে। আপনি যদি আবেদন করতে চান তাহলে নিচের পদ্ধতি গুলো ফলো করুন সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন।

  বন্ধন ব্যাঙ্ক নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

বয়স: আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18-40 বছরের মধ্যে হতে হবে।

বন্ধন ব্যাংক এ কিভাবে আবেদন করবেন তার তথ্য জেনে নিন :

এখানে আপনি নিজে নিজেই আবেদন করতে পারবেন । আপনার মোবাইল থেকে আবেদন করতে পারবেন ও আপনি অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার আগে আপনি অবশ্যই আপনার নিকটবর্তী কোন বন্ধন ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন ও এই চাকরি সম্বন্ধে সমস্ত তথ্য ও আপনাকে কি কি কাজ করতে হবে তার ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।

অফলাইনে আবেদন পদ্ধতি:

অফলাইনে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনি প্রথমে সুন্দর করে আপনার একটা বায়ো ডাটা তৈরি করবেন। এর সঙ্গে আপনি আপনার এক কপি ফটো, আপনার ভোটার কার্ড, আধার কার্ড ও পেন কার্ডের জেরক্স ও সেই সঙ্গে মাধ্যমিক মার্কশীট, মাধ্যমিক এডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক মার্কশীট ও আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশীট এর জেরক্স করে জমা দিতে হবে। আপনি জমা দিতে পারেন আপনার নিকটবর্তী কোন বন্ধন ব্রাঞ্চের ব্যাংকিং ইউনিটে। এছাড়াও আপনি বন্ধন ব্যাংকের ডিভিশন অফিসে গিয়েও আপনার বায়ো ডাটা সহ সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে আসতে পারেন। আপনি পোষ্টের মাধ্যমে এই ডকুমেন্ট পাঠাতে পারবেন না, আপনাকে হাতে হাতেই গিয়ে ডকুমেন্ট দিয়ে আসতে হবে। বায়ো ডাটা মধ্যে আপনি অবশ্যই আপনার ফোন নাম্বার লিখবেন এবং জমা দেওয়ার কিছুদিন পরেই আপনার সেই ফোন নাম্বারে ফোন করা হবে ইন্টারভিউ এর জন্য। এখানে আপনাকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না।

অনলাইনে আবেদন পদ্ধতি:

আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে “Bandhan bank Careers” লিখে গুগলে সার্চ করবেন। অথবা নিচে  লিংক দেওয়া আছে সেখানে  ক্লিক করেও আপনি বন্ধন ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন। 

এরপর আপনাকে Proceed এ ক্লিক করতে হবে।

Proceed এ ক্লিক করার পরে আপনাকে Join us now বাটনে ক্লিক করতে হবে।

এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে। আপনার ইচ্ছা মতন পোস্ট টি সিলেক্ট করবেন ও আপনার নিজের শহরের নাম লিখে কনফার্ম করবেন।

 এরপর আপনার সামনে আরো একটি পেজ খুলবে সেখানে আপনি আপনার বায়ো ডাটা সহ সমস্ত তথ্য ফিলাপ করে  সাবমিট সাবমিট করবেন। 
সবশেষে আপনার মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লিখে সাবমিট করবেন তাহলেই আপনার ফরম ফিলাপ করা হয়ে যাবে।

আপনার বায়ো ডাটা এবং আপনার দেওয়া সমস্ত তথ্য ঠিকঠাক হলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আপনি যদি ইন্টারভিউয়ে সিলেকশন হন তাহলে আপনাকে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং শেষ হওয়ার কিছুদিন পরেই আপনাকে জয়েন করতে বলা হবে।


JOIN OUR TELEGRAM CHANNELCLICK HERE


বিশেষ দ্রব্যষ্ট
: এখানে সমস্ত কিছু বিস্তারিত ভাবে দেওয়া আছে। একবারে বুঝতে না পারলে বার বার পড়ুন ও দেখুন আপনি অবশ্যই বুঝতে পারবেন। আমাদের অফিশিয়াল নাম্বার এর কাউকে পার্সোনালি এসএমএস বা কল করবেন না। প্রতিনিয়ত আপনাদের কল বা এসএমএস এর জন্য আমাদের কাজের ডিস্টাব হয়।

HDFC Bank recruitment| প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ| আবেদন করলেই চাকরি

Bandhan Bank recruitment| প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ| আবেদন করলেই চাকরি

WB ICDS Anganwadi Recruitment 2021-2022 (icdswb.in) Total 20000 Vacancies apply now

Clerk Recruitment 2021 Apply Online | 7855 Vacancies | IBPS CRP Clerk CLICK HERE TO APPLY 

WEST BENGAL GDS RESULT AND CUT-OFF MARKS 2021 PUBLISHED (www.appost.in/gdsonline) | WB GDS RESULT

Recruitment of Siliguri Municipal Corporations

Finally, WB Primary TET 2017 Result published. wbbpe.org Check Your Result

2 thoughts on “Bandhan Bank Recruitment |10 হাজারেও বেশি শূন্যপদে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ! কিভাবে আবেদন করবেন জানুন”

Leave a Comment