চৈত্রের বিদায় হতে না হতেই রাজ্যে একের পর এক আসতে চলেছে দুর্যোগের বার্তা। নতুন বছরের শুরুতেই আবারও বাংলা প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আলিপুর আবহাওয়া দপ্তর, আজ দক্ষিণবঙ্গের ৭টি জেলার আকাশ মুখভার থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। কিছু জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগাম সতর্কবার্তা জানানো হয়েছে জেলাগুলোতে, আবহাওয়ার পরিস্থিতি দেখে বাইরে বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের পূর্বাভাস:
দক্ষিণবঙ্গের মতো একই রকম ত্তরবঙ্গের আবহাওয়া তেমনই রুক্ষ থাকবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে। ভারী বৃষ্টিপাতের দরুন কিছু জমিতে জল আটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আজকের তুলনায় আগামীকাল রাজ্যের আবহাওয়া আরও বেশি অস্থির হয়ে উঠতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বিশেষত, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি দেখা যাবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী দুদিন সতর্কবার্তা জারি করা হয়েছে।
দুর্যোগের কারণ:
ইতিমধ্যেই দক্ষিণ ভারতে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং ইয়ানাম সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এর পাশাপাশি আরো জানানো হয়েছে দক্ষিণ অসম, দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড় এবং ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা সক্রিয় হয়েছে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে অস্থির পরিস্থিতি তৈরি হবে যার দরুন বজ্রঝড় ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
জ্যোতিষের চোখে আপনার দিনটি কেমন যাবে? আজকের রাশিফল দেখে আপনি আপনার দিনটি শুরু করতে পারেন।…
পশ্চিমবঙ্গের কর্মহীন বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। দু লক্ষ বেকার যুবক যুবতীদের রাজ্য সরকার তরফ…
আবারো সরকারি কর্মীদের জন্য গঠন হচ্ছে নতুন করে পে কমিশন। বাড়তে চলেছে সরকারি কর্মীদের ভাতা…
২৬ হাজার চাকরি বাতিল মামলায় অবশেষে কপাল পুড়লো SSC চাকরি প্রার্থীদের। এদিন শুনানি পর্ব শেষ…
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…