বর্তমান আমাদের সমাজে বেকারের সমস্যায় এতটাই বৃদ্ধি পেয়েছে যেটা সহ্যের বাঁধ ভেঙে ফেলছে। আমাদের রাজ্যে প্রচুর বেকার যুবক যুবতীরা চাকরির পরীক্ষায় পাস করে বসে আছে কিন্তু নিয়োগ করা হচ্ছে না তাদের। এরূপ পরিস্থিতিতে আমাদের কিছু ভাই বোনেরা বেকারের সমস্যা জর্জরিত হয়ে এই কষ্ট সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চিরদিনের মত বিদায় নিচ্ছে। এই পরিস্থিতির জন্য দায়ী কে? সকলেই এর একটাই উত্তর দিবে এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র সরকার। সরকার চাইলে সব কিছুই সম্ভব। কিন্তু সরকার ইচ্ছা করে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখছে।
এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটলো নদীয়া জেলার দুখিরাম সমাদ্দারের সঙ্গে। চাকরি না পেয়ে দুঃখের মধ্যে সারাটা জীবন কাটিয়ে অবশেষে তিনি চিরবিদায় নিলেন আমাদের এই নিষ্ঠুর সমাজ থেকে। সারাটা জীবন দুঃখের মধ্যে কাটিয়ে মারা গেলেন তিনি। সরকারের গাফিলতির জন্য আজ এমন দিনও দেখতে হচ্ছে দুখিরাম সমাদ্দারের পরিবারকে।
খুব মেধাবী ও গরিব ঘরের ছাত্র ছিল দুখিরাম সমাদ্দার । তিনি প্রচুর কষ্ট করে পলিটিক্যাল সাইন্সে এমএ বিএড সম্পন্ন করেছেন। গরিব ঘরের ছেলে হওয়ায় এক প্রকার আধ পেট খেয়ে দিন কাটাতে হয়েছে তাকে বছরের পর বছর। তিনি জানিয়েছিলেন 09/10 ও 11/12 এ দুর্নীতির জন্য চাকরি পাননি কিন্তু তিনি সর্বদাই আশাবাদী ছিলেন আপারে তিনি সিলেকশন হবেন। চাকরির বয়স প্রায় শেষের দিকে চলে গিয়েছিল এই ব্যক্তির তাই তিনি সর্বদাই ডিপ্রেশনে ভুগতেন। এদিকে অনেক বয়স হয়ে যাওয়ায় ও চাকরির না পাওয়ায় তিনি বিয়েও করতে পারেননি। প্রচুর টেনশন ও দর্শনের মধ্যে অবশেষে গত রাত 11টার সময় তিনি স্টক করে মারা যান। তাঁর আত্মার শান্তি কামনা করি আমরা সকলেই। RIP
জানা গিয়েছে ওই দুখিরাম সমাদ্দার গান্ধী মূর্তির পাদদেশের আপার প্রাইমারি আন্দোলনে উপস্থিত ছিলেন তিনি। এত দুঃখ কষ্ট ও আর্থিক অনটনের মধ্যেও তিনি সর্বদা স্বপ্ন দেখতেন একজন শিক্ষক হওয়ার। কিন্তু আমাদের এই সমাজ যেখানে শুধু দুর্নীতিতে ভরা ও সরকার যারা এই দুর্নীতির সঙ্গে শামিল তাদের সঙ্গে আর পেরে উঠতে পারছিলেন না তিনি। দীর্ঘদিন ধরে নিয়োগ আটকে থাকা নিয়োগ ও এই দুর্নীতির জন্য দায়ী কারা? আর এই মৃত্যুর জন্য দায়ী কে?
Name:Dukhiram samadder
Sub: political science ( Ma,Bed) & Education ( Ma)
Cast:Sc Qualified: 11/12,9/10, Upper Primary.
Home : payradanga (Ranaghat)
Dist :Nadia