শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোন স্থানের বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে মোট 860 টি শূন্য পদ রয়েছে। এখানে শুধু মাত্র অষ্টম শ্রেণী পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল জেনে নিন।
পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ ও বেতন
পদের নাম: এখানে ওয়াচম্যান পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করতে হবে। আপনি যদি আগে কোনদিন সিকিউরিটি গার্ডের কাজ করে থাকেন তাহলে আপনাকে পঞ্চম শ্রেণী পাস হলেই নিয়োগ করা হবে।
বেতন: এখানে আপনাকে 23300/- টাকা থেকে 64000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শূন্য পদ: এখানে মোট 860টি শূন্য পদ রয়েছে। (UN-345, SC-249, OBC-180, EWS-86)
বয়স সীমা:
এখানে আবেদন করতে হলে আপনাকে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। আপনি যদি SC/ST প্রার্থী হন তাহলে অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC প্রার্থী হন তাহলে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক থাকবে সেখানে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারেন কিন্তু আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন টা ভালো করে পড়ে নিবেন যার লিংক নিচে দেওয়া আছে। প্রথমে আবেদন করতে হলে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে । রেজিষ্ট্রেশন করার পরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড এর মাধ্যমে লগইন করতে হবে। তারপরে আপনি আপনার সমস্ত ডিটেইলস পূরণ করে ফর্ম ফিলাপ করবেন।
আবেদন মূল্য:
এখানে আবেদনের জন্য আপনাকে 250 টাকা দিতে হবে। এখানে আপনারা ইন্টারনেট ব্যাংকিং বা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও অফলাইনে এর মাধ্যমে আপনারা ব্যাংকের চালান কেটে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি:
এখানে আবেদন করার পরে প্রথমে আপনাকে 120 নাম্বার এর একটি লিখিত পরীক্ষা দিতে হবে। আপনি যদি লিখিত পরীক্ষায় পাশ করেন তাহলে আপনাকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাশ করলেই আপনার চাকরি হয়ে যাবে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে বা অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিন।
Bandhan Bank recruitment| প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ| আবেদন করলেই চাকরি
WB ICDS Anganwadi Recruitment 2021-2022 (icdswb.in) Total 20000 Vacancies apply now
পশ্চিমবঙ্গের ডাটা এন্ট্রি পদে প্রচুর কর্মী নিয়োগ
WB ICDS Anganwadi Recruitment 2021-2022 (icdswb.in) Total 20000 Vacancies apply now
পশ্চিমবঙ্গের ডাটা এন্ট্রি পদে প্রচুর কর্মী নিয়োগ
Hi sir ami priti Hazra ami madhyamik pass ami group "D" Kaj ti korte chai.
Job location kothi hoba
Respected sir/madam,
Ami madhyamik pass group "D" poste
Kaj korte Cai .