HDFC Bank recruitment| প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ| আবেদন করলেই চাকরি

By bengalpravakar.com

Updated on:

 

সমগ্র পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন HDFC ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি চাকরি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই এই খবরটি শেষ পর্যন্ত দেখুন আপনি চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও আপডেট পেয়ে যাবেন এবং কিভাবে আবেদন করবেন ও কোথায় আবেদন করবেন সমস্ত কিছু জানতে পারবেন। এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ হতে হবে। এবং আপনার 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে চাকরি করতে হলে আপনাকে দিতে হবে না কোনরকম পরীক্ষা শুধুমাত্র অনলাইনে এপ্লিকেশন করে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে এর জন্য অবশ্যই আপনার একটি সুন্দর করে বায়ো ডাটা বানিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় জমা দিতে হবে।


আবেদন পদ্ধতি:


Step-1: এখানে আবেদন করতে হলে প্রথমেই আপনাকে “HDFC bank careers” এটা লিখে গুগোল সার্চ করতে হবে। অথবা নিচের লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করেও আপনি এই পেজে চলে আসতে পারেন । এরপর আপনি প্রথম যে অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। 

এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন এবং দেখবেন সেখানে লেখা আছে “Uplode Resume” এখানে আপনি আপনার বায়োডাটা আপলোড করবেন। তারপর পরবর্তী যেগুলো প্রসেস আসবে সমস্ত কিছু ফিলাপ করে দিবেন।                                  
                               
                      
      


Step-2:
এপ্লিকেশন করা হয়ে গেলে সবার প্রথমে প্রথম পেজে চলে আসবেন এবং সেখানে দেখবেন “Search Jobs” এখানে ক্লিক করার পড়ে আপনি দেখতে পারবেন আপনার এরিয়ায় অথবা আপনার শহরের কোন এইচডিএফসি ব্যাংকে লোক লাগবে কিনা, সেই এরিয়ার নাম অথবা আপনার শহরের নাম লিখে সার্চ করলেই দেখতে পারবেন আপনার এরিয়ায় ভ্যাকান্সি ফাঁকা আছে নাকি। এরপর আপনি সার্চ করে আপনার ইচ্ছামত পোস্টের জন্য আবেদন করতে পারেন।


যোগ্যতা:
এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে । গ্রাজুয়েশন পাস না করলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন না।


বয়স:
এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


বেতন
: এখানে আপনাকে 25 হাজার টাকা থেকে 60 হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


আবেদন করার কতদিন পরে চাকরি হবে?

এখানে আবেদন করার কিছুদিন পরেই আপনাকে ডাকা হবে হবে চাকরির ইন্টারভিউয়ের জন্য। আপনাকে ইন্টারভিউয়ের আগেই লোকেশন বলে দেওয়া হবে সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউয়ে পাস করার কিছুদিনের মধ্যেই আপনার চাকরি হবে।


এখানে চাকরি করলে ছুটির ব্যবস্থা কেমন হবে ?


ব্যাংকের চাকরির যেসব ছুটির ব্যবস্থা আছে সমস্ত ধরনের ছুটির ব্যবস্থা এখানে পাবেন। প্রতিমাসে চারটা রবিবার এ দুটো শনিবার ছুটি পাবেন।

<

APPLY NOWCLICK HERE

Leave a Comment