পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটা সুখবর। আবারো পশ্চিমবঙ্গে জেলা ভিত্তিক জাতীয় গ্রামীণ উন্নয়ন কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একে একে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আবারো রাজ্যের নতুন আরেকটি জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে সেগুলো ভালো করে দেখে নেবেন।
নিয়োগকারী সংস্থা: District Mission Management Unit & District Rural Development Cell
পদের নাম: এখানে যেসব পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি হল-
ICDS অঙ্গনওয়ারী কাজের জন্য সঙ্ঘ এবং মহাসংঘ দলের সদস্য (SELF- HELP GROUP)
নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
1.The Sangha/ Mahasangha shall have valid registration under West Bengal Cooperative Societies Act 2006 or Societies Act 2006 with NRLM Code,
2. The SanghalMahasangha should be of Grade”A” category organization under WBSRLM.
3. The Sangha/ Mahasangha shall have PAN card, trade license (mentioning the nature of business as food items related) and GST registration.
4. The Sanghal Mahasangha must submit audited balance sheet which has been duly authenticated by the competent authority in all last three Financial Years(2018-19, 2029-20 and 2020-21) one of which must be by statutory Auditors of Cooperation Audit Directorate.
5,The Sangha/ Mahasangha must submit proof of filling of income Tax return for the last assessment year.
6.The Sangha/ Mahasangha must submit self-declaration stating that Sanghal Mahasangha as supplier has not been debarred /black listed by any government agency including local bodies/ PRls for failure of supply of any food items and also that no case 0r penal proceeding are pending against them.
8. The Sangha/ Mahasangha must be agreeable to supply food articles in uninterrupted mode at the rate fixed by Rate Recommendation Committee of WCD&SW Department.
9.The Sangha/ Mahasangha must execute a deed of agreement with the SDO, regarding supply of food articles in uninterrupted mode.
10, The backup capacity of the Sangha/ Mahasangha for supplying items should be of two months.
11.Generally, one selected Sangha/ Mahasangha would be tagged with only one ICDS prolect at a Block/ Municipality(OneSangha One Project Concept),
এক্ষেত্রে চাকরি প্রার্থীদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
নিয়োগ পদ্ধতি: এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের এখানে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না।
কাজের ধরন: এখানে যারা চাকরি পাবেন তাদের নিজস্ব এলাকার অঙ্গনারী সেন্টারগুলোতে সংঘ এবং মহা সংঘের সদস্য হিসেবে পুষ্টি করে খাদ্য পরিবেশন এর দায়িত্ব দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীরা নিচের দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করলে এর মধ্যে আবেদনের ফরমটি পেয়ে যাবেন। সেটি ভাল করে ফিলাপ করে চাকরিপ্রার্থীদের নিচের দেওয়া ঠিকানায় আবেদন পত্রটি জমা দিতে হবে চাকরি প্রার্থীরা অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যেই আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাটি পেয়ে যাবেন। তবে বিশেষ করে মনে রাখতে হবে এখানে চাকরিপ্রার্থীদের উক্ত অঞ্চলের বাসিন্দা হতে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: চাকরিপ্রার্থীদের এখানে ১৮ আগস্ট ২০২২ তারিখের মধ্যে আবেদন পত্রটি জমা করতে হবে।
চাকরিপ্রার্থীদের ইন্টারভিউর সময় যাবতীয় তথ্য ও প্রমাণপত্র নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।