রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ বড়সড় পরিবর্তন আসতে চলেছে। মে মাস থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে ইতিমধ্যেই হাজার হাজার অ্যাকাউন্ট বাতিল হওয়ার পথে। অনেকের ভাতা বন্ধ হয়ে যেতে পারে শুধুমাত্র নতুন নিয়ম না মানার কারণে।
নবান্নের নতুন নির্দেশিকা: কী বদল এল?
নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পে অপব্যবহার আটকাতে এবার থেকে বেশ কিছু কঠোর শর্ত কার্যকর করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী—
- জয়েন্ট অ্যাকাউন্টে ভাতা পাঠানো হবে না:
কেবলমাত্র একক (Single) সেভিংস অ্যাকাউন্ট থাকলেই ভাতা পাওয়া যাবে। জয়েন্ট অ্যাকাউন্ট বাতিলযোগ্য বলে গণ্য হবে। - KYC আপডেট বাধ্যতামূলক:
সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে KYC (Know Your Customer) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। না করলে ভাতা বন্ধ হয়ে যাবে। - বয়সের সীমা কঠোরভাবে মানতে হবে:
কেবলমাত্র ২০ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এই সীমার বাইরে কেউ আর নতুন করে আবেদন করতে পারবেন না।
কেন এমন সিদ্ধান্ত রাজ্যের?
সরকারের তরফে জানানো হয়েছে, প্রকল্পের স্বচ্ছতা ও সত্যিকার প্রাপকদের কাছে ভাতা পৌঁছে দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই ভুয়ো বা অনুপযুক্ত অ্যাকাউন্ট থেকে ভাতা তোলার অভিযোগ উঠে আসছে।
প্রকল্পে ভাতা বাড়েনি, বরং কড়াকড়ি
চলতি বাজেটে ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি থাকলেও মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী কেউই তা বাস্তবায়নের বিষয়ে কিছু বলেননি। বরং এই মুহূর্তে আরও কড়া নিয়ম চালু করে প্রাপকদের স্ক্রিনিং শুরু হয়েছে।
কী বলছে বিরোধী শিবির?
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন,
“বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ১৫০০ টাকা করা হবে এবং প্রকৃত প্রাপকদের কাছে তা পৌঁছনোর ব্যবস্থা করা হবে।”
ভবিষ্যতে কী হতে পারে?
যাঁরা এখনও এই প্রকল্পের উপভোক্তা, তাঁদের খুব দ্রুত ব্যাংকে গিয়ে KYC সম্পন্ন করতে বলা হয়েছে। যাঁদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা সেগুলোকে একক অ্যাকাউন্টে পরিবর্তন না করলে ভাতা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।
সারসংক্ষেপ: সতর্ক হোন, না হলে বন্ধ হবে ভাতা
মে মাস থেকেই কার্যকর হওয়া এই নতুন নিয়মে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের মধ্যে চরম আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে সচেতন থাকলে এবং সমস্ত শর্ত পূরণ করলে ভাতা পেতে কোনো সমস্যা হবে না।
FAQs:
Q. লক্ষ্মীর ভাণ্ডারে এখন থেকে কোন অ্যাকাউন্টে ভাতা আসবে?
Ans: কেবলমাত্র একক সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। জয়েন্ট অ্যাকাউন্ট বাতিল হবে।
Q. KYC না করলে কী হবে?
Ans: KYC আপডেট না থাকলে ভাতা বাতিল হয়ে যাবে।
Q. নতুন বয়সসীমা কী?
Ans: প্রকল্পে ভাতা পেতে হলে ২০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে থাকতে হবে।
Q. কবে থেকে এই নিয়ম কার্যকর?
Ans: ২০২৫ সালের মে মাস থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে।