চলে এলো LIC ভাগ্য লক্ষ্মী অফার, যার মাধ্যমে গোটা বিশ্বে হইচই শুরু হয়ে গিয়েছে এবং যেটি করার জন্য সকল মানুষ অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষারত, হাতছাড়া করবেন না এটি। বর্তমান দিনের টাকায় সুখ-স্বাচ্ছন্দ্য ও আনন্দের মূল হাতিয়ার। এই পরিস্থিতিতে মানুষ চাই বর্তমানে কিছু কিছু টাকা জমিয়া ভবিষ্যতে যাতে একসঙ্গে বিপুল পরিমাণে টাকা হাতে পায়। এ দুনিয়ায় টাকা ছাড়া জীবনের মূল্যটাই অন্ধকার। বর্তমান হোক বা বা ভবিষ্যতে মানুষ টাকা কামানোর জন্য নানান ধরনের কার্যকলাপ করে থাকে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে কিন্তু এবার নতুন একটি স্কিম চলে এলো যেখানে শুধুমাত্র ২১ টাকা জমা করতে হবে আপনাকে এবং আপনি কিছুদিন পরে একেবারে কয়েক লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাবেন। এত বড় সুখবর এর আগে কখনো গরিব ও মধ্যবিত্ত সাধারণ মানুষদের জন্য আসেনি, এই প্রথম। এটি পুরোপুরি একটি সরকারি স্কিম। এটি LIC একটি নতুন স্কিম। যারা যারা এই ব্যাপারে বিস্তারিত জানতে চান এবং শুধুমাত্র ২১ টাকা দেওয়ার সামর্থ্য আছে তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেবেন কারণ এটি জানলে পরবর্তীকালে আপনার ভবিষ্যৎ পাল্টে যেতে পারে।
LIC এমন একটা সংস্থা যেটা শুধুমাত্র ভারতবর্ষে নয়, গোটা বিশ্বে একমাত্র এবং সর্ববৃহৎ সংস্থা এখানে নিত্যনতুন হাজার হাজার প্লান্ট লঞ্চ করা হয় এবং প্রতিনিয়ত মানুষ এখান থেকে জীবনের সুরক্ষা পেয়ে থাকে। এখানে ধনী থেকে গরিব সবারই জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্ল্যান রয়েছে। এবার নতুন একটি প্ল্যান লঞ্চ করা হলো যেখানে শুধুমাত্র গরিব ও মধ্যবিত্ত মানুষদেরই বেশি উপকার হবে এছাড়াও সকলেই চাইলে এই প্লানটি চালু করতে পারবেন। এই প্ল্যান্টের মাধ্যমে ভবিষ্যতে আপনার জীবনের নিরাপত্তা প্রদান ও আর্থিকভাবে সচ্ছলতা প্রদানের জন্যই চালু করা হয়েছে।
কি এই পলিসি বা প্লান?
কিছুদিন আগেই এলআইসি তরফের নতুন একটি পলিসির উল্লেখ করা হয়েছে যেটি হলো ভাগ্য লক্ষ্মী প্লান (LIC BHAGYALAKSMI PLAN) । এখানে শুধুমাত্র একুশ টাকা করে জমা করতে হবে আপনাকে এবং আপনি একসঙ্গে রিটার্ন পাবেন লক্ষাধিক টাকা। ২১ টাকা আজকাল ছোট থেকে বড় ধনী থেকে গরিব সকলেই দিতে পারবে। এটি সরকারি একটি প্ল্যান সরকারি এলআইসি অফিসে গিয়েই আপনি এই প্ল্যান চালু করতে পারবেন তাই এখানে চিন্তার ভয়ের কোন কারণ নেই।
জেনে নিন এই পলিসি সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি:
১. যারা যারা এই ভাগ্য লক্ষী পলিসি করবেন তাদের এই পলিসিতে প্রিমিয়াম পরিশোধ করার নুন্যতম মেয়াদ 5 বছর।
২. নতুন এই ভাগ্য লক্ষী পলিসির ক্ষেত্রে সর্বোচ্চ মেয়াদ 13 বছর পর্যন্ত প্রিমিয়াম জমা দেওয়া যাবে।
৩. পলিসির ম্যাচুরিটি বয়স রাখা হয়েছে 65 বছর পর্যন্ত।
৪. ছোটো থেকথ বড় সকলেই এই পলিসি করতে পারবেন অর্থাত 8 বছর থেকে 42 বছরের কোনও ব্যক্তি এই পলিসি সহজেই করতে পারবেন।
৫. বিমার ক্ষেত্রে সর্ব নিম্ন টাকার পরিমাণ 50,000 এবং সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত টাকা বিমা করা যাবে। যার যেমন সামর্থ্য শেষ এরকম করতে পারবেন এখানে।
এখানে পলিসি করলে তো আপনারা এককালীন মোটা অংকের রিটার্ন পাবেন সঙ্গে আপনারা যে টাকা জমা দিবেন সেই টাকার উপরেও ১১০% সুদ দেওয়া হবে আপনাদের।
কিভাবে আপনারা আবেদন জানাবেন?
এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আপনারা। জীবন বীমা কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই পলিসির জন্য আবেদন জানানো যাবে। এছাড়াও আপনারা নিকটবর্তী কোন এলআইসি এজেন্ট এর কাছে গিয়ে অথবা এলআইসি অফিসে গিয়েও আবেদন জানাতে পারেন। আপনি এলআইসি অফিসের গেলে বা কোন এজেন্ট এর সঙ্গে যোগাযোগ করলেই সে এই ব্যাপারে আপনাকে বিস্তারিত সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দিতে পারবে।