মাধ্যমিক পাশে DM অফিসের তরফে প্রচুর পরিমাণে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে DM অফিস তথা জেলা শাসকের তরফ থেকে। এখানে প্রধানত গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে । আবেদন করতে পারবে রাজ্যের সকল বাসিন্দা। তাহলে দেরি না করে আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Memo No :- 1347/BCW .

পদের নাম :- Superintendent and Matron .

যোগ্যতা :- যে সকল প্রার্থী Superintendent পদে আবেদন করতে ইচ্ছুক তাদের যে কোন বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে। Matron পদে আবেদনের জন্য মাধ্যমিক পাস করতে হবে। আর আবেদনকারীরা শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবে।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

বেতন :- যে সকল প্রার্থী Superintendent পদে চাকরি করবে তাদের প্রতি মাসে ১২,০০০ টাকা এবং Matron পদের ক্ষেত্রে ৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে অথবা https://darjeeling.gov.in এই লিঙ্কে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট বার করে নিতে হবে। তারপর ওই এপ্লিকেশন ফর্মটি ফিলাপ করতে হবে আবেদনকারী সমস্ত তথ্য দিয়ে এবং আবেদনপত্রে আবেদনকারীর একটি রঙিন ছবি ও নিজস্ব সিগনেচার করতে হবে । তারপর আবেদনকারী সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে আবেদনপত্র সহ একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। এক্ষেত্রে আবেদনপত্র আপনারা পোস্ট অফিসের মাধ্যমে অথবা নিজে গিয়ে আবেদন পত্র জমা দিয়ে আসতে পারেন। আর খামের উপর লিখতে হবে “ Application for the post of ____________ ”. যে পদের জন্য আপনি আবেদন করবেন সেই পদের নাম লিখতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- The Office of The PO-CUM-DWO , BCW & TD , Siliguri Shivmandir , P.O – Kadamtala , DT – Darjeeling , Pin – 734011.

নির্বাচন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে ।

প্রয়োজনীয় ডকুমেন্ট :- ইন্টারভিউ এর সময় যে সকল ডকুমেন্ট গুলি নিয়ে যেতে হবে সেগুলো হলো –
১. রিসেন্ট তোলা ২ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো।
২. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৩. কাস্ট সার্টিফিকেট।
৪. বয়সের প্রমানপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট/ মাধ্যমিকের এডমিট কার্ড।

আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ :- যে সকল প্রার্থী আবেদন করবেন ভাবছেন তারা আবেদন পত্র নির্ভুল ভাবে ফিলাপ করে ১৫/০৯/২০২৩ তারিখ বিকাল ৫ টার মধ্যে উপরে দেওয়া ঠিকানায় আবেদন পত্র জমা দিয়ে আসবেন।

আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং রোজ নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE 

5 thoughts on “মাধ্যমিক পাশে DM অফিসের তরফে প্রচুর পরিমাণে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ”

Leave a comment