সারা ভারত জুড়ে বেকার সমস্যা দিনের পর দিন ক্রমাগত বেড়েই চলেছে। আর এইভাবে চলতে থাকলে খুব শীঘ্রই এমন একদিন আসবে যেদিন পরিস্থিতি সামাল দেওয়া প্রায় অসম্ভবপর হয়ে উঠবে। আর তাই এমন দিন যাতে কোনো দিন না আসে এমন পরিস্থিতির সন্মুখীন যাতে আমাদের কোনো দিন না হতে হয় সেই কারণে আমাদের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সারা রাজ্য তথা দেশের বেকার যুবক যুবতীদের পায়ের নীচের মাটি শক্ত করতে তাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে বহু কর্মমুখী প্রকল্প চালু করা হয়েছে। আর আজ আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে এমনি একটি প্রকল্পের বিষয়ে আলোচনা করব।
আজ আমরা যে প্রকল্পের বিষয়ে আলোচনা করব তার নাম হল প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্প। আজ পর্যন্ত উভয় সরকার কর্তৃক চালু করা কর্মমুখী প্রকল্প গুলির মধ্যে এটি হল সর্বশ্রেষ্ঠ। আর এটি এই কারণেই সর্বশ্রেষ্ঠ কারন এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে দেশের স্বল্প শিক্ষিত, মাঝারি শিক্ষিত, উচ্চ শিক্ষিত সকল বেকার যুবক-যুবতীদের সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং করিয়ে ট্রেনিং শেষে সরাসরি চাকরিতে নিয়োগ করা হয়। এমনকি ট্রেনিং শেষে তাদের ৮,০০০ টাকা করে স্কলারশিপও প্রদান করা হয়। এবং এই প্রকল্পের সবচেয়ে বড়ো বিশেষত্ব হল এইটাই যে এই প্রকল্পে আবেদন করতে এবং এই প্রকল্পের মাধ্যমে ট্রেনিং নেওয়ার জন্য ভর্তি হতে কোনো রকম টাকা পয়সা লাগে না। অর্থাৎ আবেদন করা থেকে শুরু করে ট্রেনিং শেষে চাকরিতে নিয়োগ করা পর্যন্ত পুরোটাই হবে সম্পুর্ণ বিনামূল্যে।
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন?
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় আবেদন করলেই আপনি সম্পূর্ণ বিনামূল্যে এক নয় বরং একাধিক সুবিধা লাভ করবেন। এই প্রকল্পের মাধ্যমে আপনারা যে সুবিধা গুলি লাভ করবেন সেগুলি হল-
• প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় আবেদন করার জন্য এবং আবেদন করার পর ট্রেনিং নেওয়ার জন্য আপনাদের কোনো রকম মূল্য দিতে হবে না।
• এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ শেষে সকলকে ৮,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।
• এই প্রকল্পে তিন মাস, ছয় মাস ও এক বছর এই তিন রকমের ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে।
• এই প্রকল্পের মাধ্যমে ট্রেনিং নেওয়ার জন্য ভর্তি হওয়া প্রতিটি যুবক যুবতীকেই ট্রেনিং শেষে চাকরিতে নিয়োগ করার ব্যাবস্থা করবে স্বয়ং সরকার।
• এই প্রকল্পের মাধ্যমে ট্রেনিং করিয়ে ট্রেনিং শেষে সম্পূর্ণ বিনামূল্যে একটি সরকারি শিলমোহর লাগানো সার্টিফিকেট দেওয়া হবে যেটি সারা ভারতের যে স্থানেই আপনি যান না কেন সব জায়গাতেই সমান ভাবে গ্ৰাহ্য হবে।
এই প্রকল্পে আবেদন করবেন কিভাবে?
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে বিনামূল্যে ট্রেনিং নেওয়ার জন্য আবেদন করতে হলে আপনাকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য যা যা করতে হবে সেগুলি হল-
•প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের browser খুলে search box এ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmkvyofficeal.org লিখে search করতে হবে।
•এরপর এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট Open হলে সেখানে অনেক গুলো option আসবে সেখান থেকে Skills India option এ ক্লিক করতে হবে।
• এরপর ওই window এর ই নীচের দিকে registration এর option দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই একটি নতুন পেজ Open হবে সেখানে আপনার নিজের যাবতীয় তথ্য যেমন আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি লিখে তারপর সেখানে অনেক গুলো job option থাকবে সেখান থেকে আপনি যে job এর জন্য ট্রেনিং করতে চান সেই option টিতে ক্লিক করতে হবে এবং ফটোর জায়গায় একটি পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারের জায়গায় আপনার নিজের একটি সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে আপলোড করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই এই প্রকল্পে আপনার রেজিস্ট্রেশন করা হয়ে যাবে।
• এরপর এই প্রকল্পের আধিকারীকেরা আপনাকে ফোন করে এই প্রকল্পের বিষয়ে যাবতীয় তথ্য জানিয়ে দেবেন।
প্রার্থী নির্বাচন পদ্ধতি:-
এই প্রকল্পের মাধ্যমে ট্রেনিং করার জন্য যারা যারা আবেদন করবেন তাদের সকলকেই সম্পূর্ণ বিনামূল্যে অতি যত্ন সহকারে ট্রেনিং করিয়ে ট্রেনিং শেষে চাকরিতে নিয়োগ করার ব্যাবস্থা করা হবে ।
আবেদন করার শেষ তারিখ:-
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে ট্রেনিং নেওয়ার জন্য আবেদন পত্র জমা নেওয়া ২০১৫ সাল থেকেই চলছে এবং এই আবেদনের জন্য কোনো রকম শেষ সময় সীমা ধার্য্য করা হয়নি। তাই আপনারা যখন ইচ্ছা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
হেল্প লাইন নম্বর:-
আমাদের এই প্রতিবেদনটি পড়ার পরেও যদি আপনাদের এই প্রকল্পের বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে আপনারা নীচে দেওয়া হেল্প লাইন নম্বরে যোগাযোগ করতে পারেন
8800055555/18001239626/