Primary TET Big Update | 50% is not mandatory for primary TET | Primary TET Result 2017

By bengalpravakar.com

Updated on:

 

প্রাইমারি শিক্ষক নিয়োগের বড়সড় রদবদল করলো এনসিটিই। এবার শুধুমাত্র D.EL.ED বা B.ED প্রার্থীরা নয় M.ED প্রার্থীরাও বসতে পারবে প্রাইমারি টেট পরীক্ষায়। এছাড়াও এবার থেকে আর 50% এর নাম্বার পাওয়া ও বাধ্যতামূলক নয়। এতদিন এনসিটিবির নিয়ম অনুযায়ী আপনার গ্রাজুয়েশন এ 50% নাম্বার থাকলে তবেই আপনি টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারতেন। কিন্তু এবার থেকে আর আপনাকে পেতে হবেনা 50% নাম্বার, আপনি 50% নাম্বারের কম খেলেও টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এনসিটির নতুন নিয়মে আপনার যদি গ্রাজুয়েশনে 50% নাম্বার না থাকে তাহলে আপনাকে post-graduation এ 55 শতাংশ নাম্বার পেতে হবে। এবার প্রাথমিক টেটে বসতে পারবেন সকলেই।

এতদিন পর্যন্ত রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত টেট পরীক্ষা দিতে হতো কিন্তু এবার এনসিটির নিয়ম অনুযায়ী আপনাকে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল সার্ভিস পরীক্ষার জন্য টেট পরীক্ষা বাধ্যতামূলক। কিছুদিন আগেই এনসিটি একটি নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল কেই প্রথমত টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রাইমারি টেট 2017 পরীক্ষা হয়েছিল 31 জানুয়ারি 2021 সালে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্য বলেছিলেন পুজোর আগেই রেজাল্ট বেরিয়ে যাবে। কিন্তু পুজো শেষ হয়ে যাওয়ার পরেও এখনো রেজাল্ট নিয়ে কোনো কথা বলেনি প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি। তবে যতদূর জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি প্রাইমারি টেট এর রেজাল্ট বেরিয়ে যাবে কিন্তু কবে বেরোবে তার নির্দিষ্ট ডেট এখনও বলা যাচ্ছে না। তবে 2017 প্রাইমারি টেট সকল প্রার্থীদের জন্য এটাই সুখবর যে খুব তাড়াতাড়ি প্রাইমারি টেট এর রেজাল্ট বেরিয়ে যাবে।

WB TET Result 2017 Date, www.wbbpe.org.পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2017 রেজাল্ট ডেট CLICK HERE

Finally, WB Primary TET 2017 Result published. wbbpe.org Check Your Result CLICK HERE

 

2017 প্রাইমারি টেট এর রেজাল্ট সম্বন্ধে বিস্তারিত আপডেট জেনে নিন CLICK HERE

Leave a Comment