WB clerk Group C, Group D and teacher recruitment | পশ্চিমবঙ্গে স্কুলে শিক্ষক, ক্লার্ক ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ

By bengalpravakar.com

Updated on:

 

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে একের পর এক শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আবারো একটি স্কুলে অভিনব পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করা হবে। শুধু শিক্ষক নয় এখানে শিক্ষক নিয়োগের সঙ্গে সঙ্গে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। এটি নিয়োগ করা হবে উত্তরবঙ্গের একটি স্কুলে। তবে এখানে চাকরি করার কিছু শর্ত রয়েছে। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সেখান থেকে জেনে নিন।


পদের নাম:
বিভিন্ন বিষয়ে শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ।


যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে:

বাংলা,

ইংরেজি,
অংক,
জীবনবিজ্ঞান,
ভৌতবিজ্ঞান,
ইতিহাস,
ভূগোল




মোট শূন্যপদ :
এখানে মোট 9 টি শূন্য পদ রয়েছে যার মধ্যে 7 টি শিক্ষক নিয়োগ করা হবে এবং 1 টি ক্লার্ক ও 2 টি গ্রুপ ডি নিয়োগ করা হবে।


বয়স:
01.01.2021 অনুযায়ী আপনার বয়স 62 বছরের নিচে হতে হবে।

আবেদনের শেষ তারিখ: 25.11.2021 তারিখের মধ্যে আপনারা আবেদনপত্রটি জমা করবেন।


নিয়োগ পদ্ধতি :
এখানে আপনাকে অফলাইনে এর মাধ্যমে নিয়োগ করতে হবে। আপনারা নিম্নলিখিত ঠিকানায় আপনাদের আবেদনপত্রটি পাঠাতে পারেন-

Address-
To The chairman of khoribari Government Model School,
Office of the district Inspector of school,
Siliguri, Alo Bhavan, Nandalal Basu Sarani, College Para, PIN-734001


কারা কারা আবেদন করতে পারবেন:
সকলেই আবেদন করতে পারবেন। তবে আপনি যদি আগে কোন স্কুলে পড়িয়ে থাকেন, সরকারি স্কুল বা বেসরকারি স্কুলের সহকারি শিক্ষক বা যেকোনো শিক্ষক পদে নিযুক্ত থেকে থাকেন তাহলে আপনাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। আপনি ক্লার্ক ও গ্রুপ ডি তে আবেদন করতে চাইলে আপনি যদি আগে কোন ডিপার্টমেন্টে কাজ করে থাকেন তাহলে আপনাকে সর্বপ্রথম অগ্রাধিকার দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি শিক্ষক পদে আবেদন করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন পাস হতে হবে।
আপনি যদি ক্লার্ক পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
আপনি যদি গ্রুপ ডি পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাশ হতে হবে।

নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নোটিশে দেওয়া আছে নোটিশটি ভাল করে পড়ুন।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

3 thoughts on “WB clerk Group C, Group D and teacher recruitment | পশ্চিমবঙ্গে স্কুলে শিক্ষক, ক্লার্ক ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ”

Leave a Comment