WB DEO recruitment 2021| সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নতুন করে জেলায় জেলায় DEO কর্মী নিয়োগ

By bengalpravakar.com

Updated on:

 

আবারো রাজ্যের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে । আপনারা সকলেই জানেন কিছুদিন থেকে রাজ্যের বিভিন্ন জেলায় কোন লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আবারো রাজ্যের একটি জেলায় ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ করা হবে । রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ডাটা এন্ট্রি অপারেটরের কর্মীর দরকার । এখানে আপনাকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই আপনার চাকরি হয়ে যাবে। নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মুখ্য স্বাস্থ্য অধিকরণে ডাটা এন্ট্রি পদে ও কো-অর্ডিনেটর পদে । আপনি যদি চাকরি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই নিচের চাকরি সম্বন্ধে বিস্তারিত আপডেট ও অফিশিয়াল নোটিশ এবং অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে যেখানে ক্লিক করে আপনারা সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন পড়ে তারপরে আবেদন করতে পারবেন।


পদের নাম:
 Coordinator(4) & Data Entry Operator(4)


মোট শূন্যপদ:
এখানে মোট 8 টি শূন্য পদ রয়েছে।


ইন্টারভিউ এর তারিখ:
আপনার ইন্টারভিউ নেওয়া হবে 6 ডিসেম্বর 2021 তারিখে। আপনাকে ইন্টারভিউ স্থানে 11টার মধ্যে পৌঁছাতে হবে।


ইন্টারভিউ স্থান ও আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Office of the Chief Medical Officer of Health, District Health, and Family Welfare, Nadia, 5D.L Roy road, P.O- Krishnanagar, Dist- Nadia Pin- 741101.


আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ:
এখানে আবেদন করতে হবে 30 নভেম্বরের মধ্যে।


আবেদন মূল্য:
আপনি এখানে চাকরি করতে চাইলে আপনি যদি জেনারেল candidate’s হয়ে থাকেন তাহলে আপনাকে 100 টাকায় এবং আপনি যদি রিজাভ ক্যাটাগরির (sc/st/obc/ph) হয়ে থাকেন তাহলে আপনাকে 50 টাকা ব্যাংকের ড্রাফটের মাধ্যমে চালান কেটে দিতে হবে ।


শিক্ষাগত যোগ্যতা:


Data Entry Operator: 
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই স্নাতক পাস হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আপনি যে কোনো কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার শিখলেই হবে তবে সার্টিফিকেট যদি বৈধ হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন।


Coordinator:
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আপনি যে কোন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন পাস হলেই এবং সঙ্গে যেকোনো জায়গা থেকে এক বছরের কম্পিউটার সার্টিফিকেট করা থাকলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।


নিয়োগ স্থান:
আপনাকে নিয়োগ করা হবে নদীয়া জেলার কৃষ্ণনগর।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


বয়স:
 এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই 21 বছর থেকে 40 বছর বয়স হতে হবে। আপনি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।


বেতন:

Coordinator : 45,000/-
Data Entry Operator: 13560/-

এছাড়াও চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত তথ্য ইন্টারভিউ স্থান ও যাবতীয় আপনারা অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিতে পারবেন। নিচে অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হল সেখানে ক্লিক করে আপনারা সরাসরি বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিন।অফিশিয়াল নোটিফিকেশন অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যেই আপনি অ্যাপ্লিকেশন ফর্ম টি পেয়ে যাবেন সেটা প্রিন্ট আউট করে ফরম ফিলাপ করে জমা দেবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment