WB Group-C and Group-D Staff Recruitment | পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ

By bengalpravakar.com

Updated on:

 

আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে চাকরির বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোন জায়গার বাসিন্দা হলেই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন । আপনি যদি চাকরি করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন। এটির নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে রাজ্যের মিলিটারি স্টেশনগুলোতে।



    পদের নাম:

     এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-


    • স্টেনোগ্রাফার গ্রেড-২,

    • লোয়ার ডিভিশন ক্লার্ক,

    • ম্যাসেঞ্জার ও

    • সাফাইওয়ালা



    শিক্ষাগত যোগ্যতা:

     এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার ও লোয়ার ডিভিশন ক্লার্ক এর জন্য আপনি যদি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে মেসেঞ্জার ওর সাফাইওয়ালা পদের জন্য আবেদন করতে পারেন।


    বেতন: 

    এখানে বিভিন্ন পদে চাকরির জন্য বিভিন্ন ধরনের বেতনের ব্যবস্থা রয়েছে।


    • স্টেনোগ্রাফার দের জন্য বেতন রয়েছে 25500 টাকা থেকে 81100 টাকা পর্যন্ত।

    • লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মীদের বেতন 19900 টাকা থেকে 63200 টাকা পর্যন্ত।

    • মেসেঞ্জার ও সফাইওয়ালা পদে কর্মীদের বেতন 8

    • 18000 টাকা থেকে 56900 টাকা পর্যন্ত।


    নিয়োগের স্থান: 

    সর্ব মোট তিনটি জায়গায় এই কর্মী নিয়োগ করা হবে । পশ্চিমবঙ্গের দুটি জায়গায় এবং সিকিমের একটি জায়গায় এই নিয়োগ করা হবে। যেসব জায়গায় কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-


    • বেঙ্গডুবি মিলিটারি স্টেশন হেডকোয়াটার শিলিগুরি-যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত।

    • হাসিমারা হেডকোয়ার্টার স্টেশন- এটি পশ্চিমবঙ্গে অবস্থিত।

    • গ্যাংটক হেডকোয়ার্টার স্টেশন- এটি সিকিমে অবস্থিত।



    আবেদন পদ্ধতি: 

    এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা নিম্নোক্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।


    OFFICIAL WEBSITE:

     নিম্নোক্ত ওয়েবসাইটগুলোতে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন-

    https://indianarmy.nic.in/
    www.indianarmy.nic.in
    www.https://www.ncs.gov.in/

    Leave a Comment