WB Job Recruitment: পশ্চিমবঙ্গে নতুন করে 10 হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি

 

সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 10 হাজারের বেশি কর্মী নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গে অনেকটা বেকারত্বের পরিমাণ কমানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে । এই নিয়োগ করা হবে টাটা এআইজি কোম্পানির তরফে। টাটা এআইজি হলো একটি লোন পরিষেবা। টাটা এআইজি সকলকে পরিষেবা দেবার জন্য 100 টি নতুন ডিজিটাল শাখার সূত্রপাত করেছে। বর্তমান সমগ্রদেশের 25 টি রাজ্যের 175 টি শহরে এর প্রভাব বিস্তার করেছে এবং সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলছে। এই সংস্থাটি সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের ছোট থেকে বড় লোনের ব্যবস্থা করে থাকে।

সমগ্র ভারতবর্ষে এই টাটা এআইজি প্রভাব বিদ্যমান তবে এর মধ্যে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশে এর প্রভাব সবথেকে বেশি। এই সংস্থাটি পশ্চিমবঙ্গ সহ আরো দেশের নানান স্থানে নতুন করে 100 টি ডিজিটাল শাখার সূত্রপাত করেছে যার মধ্যে 60 টিরও বেশি শাখায় কাজ শুরু হয়ে গিয়েছে এবং বাকি শাখাগুলোতে কর্মী নিয়োগ চলছে এবং খুব শীঘ্রই সেই শাখাগুলোর কাজও শুরু হয়ে যাবে। বাকি শাখাগুলোতে ডিসেম্বর মাসের শেষে ও জানুয়ারির প্রথম দিকে কর্মী নিয়োগ করে নতুন করে কাজ শুরু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

সাধারণ মানুষকে বীমার ব্যবস্থা করে দেওয়ার জন্যই সাধারণত চালু হয়েছে এই পরিষেবা এই নতুন শাখা গুলি সেগুলো ভিডিও কলের মাধ্যমে কাস্টমার বা অধিকারীদের সঙ্গে কথা বলতে সক্ষম হবেন। টাটা এআইজি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর চিফ এক্সিকিউটিভ অফিসার তাহিলানি বলেছেন- বর্তমান পরিস্থিতিতে মানুষের অর্থ নিরাপত্তা দেওয়ার জন্যই আমাদের এই পরিষেবা চালু করা হয়েছে।

এখানে যে নতুন 100 টি শাখা তৈরি হবে তার মধ্যে 70 টি শাখা এমন জায়গায় করা হয়েছে যেখানে এই পরিষেবা এর আগে কখনো মানুষ পাইনি। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখেই যাতে সকলেই এই পরিষেবার লাভ উঠাতে পারে এবং নতুন করে এই পরিষেবা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য 10 হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment