ইতিমধ্যেই হয়ে গিয়েছে 2017 প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট এর জন্য চলছে বৃহত্তর আন্দোলন সমগ্র রাজ্যের প্রত্যেকটি জেলার DPSC তে। সমগ্র পশ্চিমবঙ্গের 23 টি জেলায় হয়েছে এই আন্দোলন। এভাবেই সমগ্র রাজ্যের প্রত্যেকটি DPSC তেই এই আন্দোলন সফল করার জন্য একত্রিত হয়েছে সমগ্র 2017 প্রাইমারি টেট প্রার্থীরা। ইতিমধ্যেই সমগ্র ফেসবুক টুইটার জুড়ে চলছে একই হ্যাশট্যাগ সেটি হলো -#wewant2017result . কিন্তু এই সমস্ত করেও কোনো সফলতা আসে নি 2017 প্রাইমারি টেট চাকরিপ্রার্থীদের।
প্রত্যেকটি রাজ্যের DPSC তে ডেপুটেশন জমা দেওয়ার পরেও কোনো কাজ হয়নি তাই 2017 সমস্ত চাকরিপ্রার্থীরা একত্রিত হয়ে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে দাবি করেছেন দীর্ঘদিন ধরেই। অবশেষে 5 জানুয়ারি 2022 তারিখে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে 2017 প্রাইমারি টেট চাকরিপ্রার্থীরা একত্রিত হয়েছিল এপিসি ভবন অভিযান করার জন্য । কিছুদিন আগে আমাদের প্রাইমারি বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্য বলেছিলেন দুর্গা পুজোর আগেই প্রাইমারি টেট এর রেজাল্ট বের করে দেওয়া হবে, আবার তিনি তাঁর নিজের মুখেই একথা অস্বীকার করে বলেন ইতিমধ্যে প্রাইমারি টেট এর রেজাল্ট বের করা সম্ভব নয়। এভাবে সরকারি দপ্তরের লোকেরা একেকবার একেক কথা বলার ফলে 2017 প্রাইমারি চাকরিপ্রার্থীদের মনে দ্বিধাবোধ ও কনফিউশন সৃষ্টি হয়েছে। তাই তারা আন্দোলন শুরু করে দিয়েছে রেজাল্টের জন্য।
পশ্চিমবঙ্গ সরকার 2017 প্রাইমারি টেট কোন কথাই বলছে না । উপরন্ত প্রাইমারি টেট এর রেজাল্ট চওয়ার জন্য আরো অত্যাচার করছে প্রাইমারি চাকরি প্রার্থীদের উপর। এভাবে সরকার এই অত্যাচার সহ্য করার পরেও প্রাইমারি চাকরি প্রার্থীরা মুখ বুজে আন্দোলনের জন্য একত্রিত হয়েছে এবং আন্দোলনের মাধ্যমেই তারা তাদের দাবি-দাওয়া আদায় করে নেবে।
এই আন্দোলন সফল হলে প্রাইমারি টেট এর রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে বলে আশা করা যাচ্ছে। এখন দেখার বিষয় সরকার কবে নোটিফিকেশন জারি করে প্রাইমারি টেটের রেজাল্টের ঘোষণা করে। 2017 প্রাইমারি টেট এর রেজাল্ট না হওয়া পর্যন্ত আবার নতুন করে 2022 এ প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই খুব দ্রুত রেজাল্ট বেরিয়ে যেতে পারে বলে আশা করা যাচ্ছে।
WB TET Result 2017 Date, www.wbbpe.org.পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2017 রেজাল্ট ডেট CLICK HERE