WB Primary, Upper Primary and ICDS Anganwadi Recruitment | 20 হাজার শূন্যপদে প্রাইমারি, আপার প্রাইমারি ও ICDS কর্মী নিয়োগ

By bengalpravakar.com

Updated on:

 

পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে প্রায় 20 হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার d.el.ed বা b.ed যোগ্যতা না থাকলেও হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই এই চাকরিটি শুধুমাত্র আপনার জন্য। তবে আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে তাড়াতাড়ি আবেদন করুন সময় খুবই সীমিত। এখানে চাকরি করার বিশেষ সুবিধা রয়েছে- এখানে ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনা করানোর জন্য সংস্থা থেকে আপনাকে একটি ল্যাপটপ দেওয়া হবে।পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য এবং পড়াশুনার গতি আরও এগিয়ে নিয়ে যেতে ICDS, PRIMARY ও UPPER PRIMARY লেভেলের ছাত্র-ছাত্রীদের ক্লাস করানোর জন্য এই শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে “IS EDUCATION” এই সংস্থার তরফে। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল সেখান থেকে জেনে নিন। এখানে আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে এবং অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে যেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। আপনারা সরাসরি চাইলে এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম:
প্রাইমারি, আপার প্রাইমারি ও ICDS পদে শিক্ষক নিয়োগ করা হবে।


মোট শূন্যপদ:
এখানে মোট 19500 শূন্য পদ রয়েছে।


যেসব পোস্টে কর্মী নিয়োগ করা হবে :


পোস্ট এর নাম- ICDS



আবেদন প্রার্থী :
  এই চাকরির জন্য অবশ্যই আপনাকে মহিলা প্রার্থী হতে হবে, কারণ ICDS এর চাকরি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য ।

যোগ্যতা: 
এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে। সঙ্গে যেকোনো জায়গা থেকে আপনার 6 মাস বা 1 বছরের একটি কম্পিউটার কোর্স করা থাকলে এখানে আপনাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: 
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে এখানে প্রতি মাসে বেতন 5200/- টাকা দেওয়া হবে।

ট্রেনিং: 
চাকরি পাওয়ার আগে আপনাকে নিজস্ব জেলায় 15 দিনের ট্রেনিং করতে হবে। সঙ্গে 3 মাস Demonstration এ থাকতে হবে।


পোস্ট এর নাম- PRIMARY



আবেদন প্রার্থী : 
এখানে সকল প্রার্থী অর্থাৎ পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন।

যোগ্যতা:
 এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস হতে হবে। সঙ্গে যেকোনো জায়গা থেকে আপনার 6 মাস বা 1 বছরের একটি কম্পিউটার কোর্স করা থাকলে এখানে আপনাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: 
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে এখানে প্রতি মাসে বেতন 8500/- টাকা দেওয়া হবে।

ট্রেনিং:
 চাকরি পাওয়ার আগে আপনাকে নিজস্ব জেলায় 15 দিনের ট্রেনিং করতে হবে। সঙ্গে 3 মাস Demonstration এ থাকতে হবে।


পোস্ট এর নাম- UPPER PRIMARY



আবেদন প্রার্থী : 
পুরুষ ও মহিলা সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যোগ্যতা: 
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই স্নাতক পাস হতে হবে। সঙ্গে অবশ্যই আপনার অবশ্যই একটু ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

বেতন: 
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে এখানে প্রতি মাসে বেতন 9500/- টাকা দেওয়া হবে।

ট্রেনিং:
 চাকরি পাওয়ার আগে আপনাকে নিজস্ব জেলায় 15-20 দিনের ট্রেনিং করতে হবে। সঙ্গে 3 মাস Demonstration এ থাকতে হবে।


বিশেষ সুযোগ-সুবিধা:
আপনি যদি এখানে নির্বাচিত হন তাহলে আপনাকে সংস্থা থেকে ল্যাপটপ দেওয়া হবে। এখানে আপনাকে ট্রেনিং করিয়ে তারপর সরাসরি চাকরি দেওয়া হবে ।


আবেদন পদ্ধতি:
এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা আবেদন করতে পারবেন www.iseducation.org.in এই ওয়েবসাইটে। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করেন তাহলে ডিসেম্বর মাসের মধ্যে আপনার নামের তালিকা প্রকাশিত হবে উপরোক্ত ওয়েবসাইটে।


আবেদনের শেষ তারিখ:
 30.11.2021 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিংক নিচে দেওয়া আছে তাড়াতাড়ি আবেদন করুন সময় সীমিত।


আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করুন
 – 9330525358

এছাড়াও আপনি যদি চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া যায় সেখানে ক্লিক করে সরাসরি জেনে নিতে পারেন। এছাড়াও আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে নিচের লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারেন।

এছাড়াও আপনারা চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও আপনাদের কি কি কাজ করতে হবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
বিস্তারিত তথ্য জানুন :  CLICK HERE
Official Website: CLICK HERE

APPLY NOW: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

1 thought on “WB Primary, Upper Primary and ICDS Anganwadi Recruitment | 20 হাজার শূন্যপদে প্রাইমারি, আপার প্রাইমারি ও ICDS কর্মী নিয়োগ”

Leave a Comment