WB TET Result 2017 Date, www.wbbpe.org.পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2017 রেজাল্ট ডেট

By bengalpravakar.com

Updated on:

WB TET Result 2021 Date, www.wbbpe.org.

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বের হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট রেজাল্ট 2017. ইতিমধ্যে কিছুদিন আগে প্রাইমারি টেট এর অ্যানসার কি প্রকাশ করা হয়েছিল । এবার জানুয়ারি মাসের লাস্ট  সপ্তাহের মধ্যে প্রাইমারি টেট এর রেজাল্ট বেরিয়ে যাবে এমনটাই জানা গেছে সূত্র মারফত।

দীর্ঘ প্রতীক্ষার ও তালবাহানার পর অবশেষে পরীক্ষা হয়েছিল প্রাইমারি টেটের । 2017 সালের প্রাইমারি টেট এর নোটিফিকেশন বের হলেও পরীক্ষা হয় 2021 সালের 31 জানুয়ারি। অবশেষে August মাসে 2021 সালে বের হয় প্রাইমারি টেট Answer Key  . আবারো সেই Answer Key চেঞ্জ করে ২৫.০৮.২০২১ তারিকে নতুন করে Answer Key বের করে সরকার। 

এবার সকলেই অপেক্ষা করে আছেন পরীক্ষার রেজাল্ট এর উপরে। কিন্তু আপনাদের প্রতীক্ষার দিন শেষ। এবার খুব বের হতে যাচ্ছে পরীক্ষার রেজাল্ট । January Last  সপ্তাহের এর মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে এবং 202২ সালের ফেব্রুয়ারী মাসের  মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

West Bengal Primary Teacher Eligibility Test 2017-2021 Details

 

West Bengal Primary TET 2017-2021 Details
Board WBBPE
Session 2017-2021
Check Your Result CLICK HERE
Exam Date 31st January 2021
Result Date 10  January
Cut Off Marks (Expected) General – 60% & SC/ST – 55%
New Recruitment February 2022
Official Website www.wbbpe.org

2017 সালের প্রাইমারি রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আবারও 2022 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাইমারি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে । এবছর d.el.ed ও b.ed সকল প্রার্থীরাই প্রাইমারি টেটে বসতে পারবে।


কিভাবে WB প্রাথমিক TET ফলাফল 2017 চেক করবেন?

 ফলাফল চেক করার পাঁচটি সহজ ধাপ নিচে  দেওয়া হল:-

  •  WBBPE ওয়েবসাইট দেখুন – www.wbbpe.org
  •  চেক MY TET-2017 রেজাল্ট লিংকে ক্লিক করুন।
  •  ইউজার আইডি/অনলাইন রোল নম্বর দিয়ে লিখুন অথবা  নাম ও জন্ম তারিখের বিকল্পটি বেছে নিন।
  •  প্রাথমিক TET ফলাফল 2017 দেখতে সাবমিট বোতামে ক্লিক করুন।
  •  অবশেষে, স্কোর প্রদর্শিত হবে।  এটি চেক করুন এবং পিডিএফ প্রিন্টআউট নিন

Leave a Comment