প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে মনুষ্য সমাজের যেমন অবদান রয়েছে ঠিক তেমনি প্রানী জগতেরও সমান অবদান রয়েছে। আর সেই কারণেই মানুষের রোগ জ্বালা হলে যেমন তাদেরকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলতে হয় ঠিক তেমনি পশু পক্ষীদের রোগ জ্বালা হলেও আমাদের সকলের উচিত তাদের যথাযথ চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলা। সেই কারণেই সরকারের পক্ষ থেকে গড়ে তোলা হাসপাতাল গুলিতে মানুষের চিকিৎসা করার জন্য যেমন বহু স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হয় সেভাবেই পশু পক্ষীদের চিকিৎসা করার জন্যও বহু স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হয়। যাতে তারা পশু পক্ষীদের যত্ন সহকারে চিকিৎসা করে তাদেরকে সারিয়ে তুলতে পারেন। আর আজ আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সঙ্গে এমনই এক নিয়োগের বিষয়ে আলোচনা করব। আর সেটি হল রাজ্য সরকারের অধীনস্থ বোর্ড পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সারা রাজ্য জুড়ে প্রানী ও সম্পদ উন্নয়ন দপ্তরে কয়েকশো শূন্যপদে স্বাস্থ্য কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তাহলে চলুন এবারে এই নিয়োগের ক্ষেত্রে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, আবেদন পদ্ধতি কিরূপ, কিভাবে চাকরিতে নিয়োগ করা হবে, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এইসব বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
শূন্যপদের নাম:-
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের প্রানী ও সম্পদ উন্নয়ন দপ্তরে কয়েকশো শূন্যপদে পশু চিকিৎসক অফিসার নিয়োগ করা হবে বলে দপ্তর কর্তৃক প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:-
উল্লেখিত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে Indian Veterinary Council অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Veterinary Science/ Animal Husbandry তে ডিগ্ৰি লাভ করে থাকতে হবে তবেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন, নচেৎ নয়।
বয়স সীমা:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১ লা জানুয়ারি ২০২২ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে।
বেতন:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত সফলভাবে চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৬৫,০১৫ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
রাজ্য প্রানী ও সম্পদ উন্নয়ন দপ্তরের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং যেভাবে করতে হবে সেগুলি হল-
১) প্রথমে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে অথবা google search box এ PSC এর অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in লিখে এন্টার দিন।
২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে সেখানে রেজিস্ট্রেশন Option এ ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে যে User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করুন।
৪) এরপর অ্যাপ্লিকেশান ফর্মের আকারে একটি window খুলবে সেখানে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, আধার নম্বর, একটি বৈধ ফোন নম্বর ও ই-মেইল আইডি দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৫) এরপর এক কপি পাসপোর্ট সাইজের ফটো, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস, আগে থেকে সাদা কাগজে করে রাখা একটি সিগনেচার এবং বায়োডাটার ছবি তুলে স্ক্যান করে আপলোড করে দিন।
৬) সবকিছু হয়ে গেলে আবেদন মূল্য হিসেবে ২১০ টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন Done।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) দেশ এবং রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা ।
৪) কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৫) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৬) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৭) নিজের যাবতীয় তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা স্ক্যান করা।
নির্বাচন পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কিভাবে চাকরিতে নিয়োগ করা হবে তা জানতে হলে আপনাদেরকে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক টিতে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে পড়ে জেনে নিতে হবে।
আবেদনের সময় সীমা:-
রাজ্য প্রানী ও সম্পদ উন্নয়ন দপ্তরের তরফ থেকে প্রকাশিত উল্লেখিত শূন্যপদ পূরণের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া আর কিছুদিন পর থেকেই অর্থাৎ আগামী ১৯/১২/২০২২ তারিখ থেকে শুরু হবে এবং এই আবেদন চলবে আগামী নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা দয়া করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন। আর এই রকমই আরও সব নতুন নতুন প্রকল্প ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।