WBPSC মাধ্যমে ৪২,০০০ টাকা বেতনে শুধুমাত্র কর্মী নিয়োগ | Govt Group-C Recruitment 2023

ভারতে যত ধরনের বস্ত্র বয়ন শিল্প রয়েছে তার মধ্যে তাঁত শিল্পে পশ্চিমবঙ্গের স্থান হল প্রথম। পশ্চিমবঙ্গের শান্তিপুর, ধনেখালি এই জায়গা গুলি তাঁত শিল্পে জগৎ বিখ্যাত। দীর্ঘ দু-বছর যাবৎ করোনা চলাকালীন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার অধীনস্থ অন্যান্য সব দপ্তর গুলিতে কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার কারণে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই টেক্সটাইল ডিপার্টমেন্টেও কোনো প্রকার কর্মী নিয়োগ করা সম্ভব হয়নি। তাই খুব স্বাভাবিক ভাবেই বেশ কিছু শূন্যপদ তৈরি হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ কর্মীর অভাবে এই শিল্প সংক্রান্ত কিছু কাজকর্ম পরিচালনার ক্ষেত্রেও চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান ঘটিয়ে ভারতীয় তাঁত শিল্পকে আরও উন্নতির শিখরে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(WBPSC) এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা দেশের যে কোনো প্রান্ত থেকে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে এবং বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে পারদর্শী হতে হবে। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

নিয়োগকারী দপ্তর ও শূন্যপদের নাম:-

পাবলিক সার্ভিস কমিশন(WBPSC) এর তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ Department Of Micro, Small and Medium Enterprises and Textiles নামক সংস্থায় Joint Diarector Of Textiles (Powerloom, Hosiery & Readymade Garments Division) পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতার মাপদন্ড:-

সংশ্লিষ্ট সংস্থায় উক্ত শূন্যপদে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি/কলেজ/ইনস্টিটিউট গ্ৰ্যাজুয়েশান Complete করে থাকতে হবে। অথবা সরকার স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে Powerloom Technology তে ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমকরে ৬ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বাংলা ভাষায় কথা বলতে ও লিখতে পারদর্শী হতে হবে।

বয়সের মাপদন্ড ও বেতনের পরিমাণ:-

এখানে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৫,৬০০-৪২,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:-

এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-

১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করে অথবা Google Search box এ PSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in লিখে search করতে হবে।

২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

৪) এরপর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জন্ম তারিখ, জেন্ডার, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে Ok করে Next Button এ ক্লিক করতে হবে।

৫) এরপর এক এক করে যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।

৬) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরি ও OBC ক্যাটাগরির প্রার্থীরা ২১০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে। তবে SC, ST ও PWD প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট স্ক্যান করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি যদি থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।

৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।

৬) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

নির্বাচন প্রক্রিয়া:-

পাবলিক সার্ভিস কমিশন(WBPSC) এর তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ Department Of Micro, Small and Medium Enterprises and Textiles নামক সংস্থায় Joint Diarector Of Textiles (Powerloom, Hosiery & Readymade Garments Division) পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। সেই লিস্ট অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করবে WBPSC।

আবেদনের সময়সীমা:-

এখানে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া আগামী কাল অর্থাৎ ২৮ শেষ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২১ শে মার্চ ২০২৩ দুপুর ৩ টে পর্যন্ত।


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: https://wbpsc.gov.in/
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment