দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে।
সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য বিরাট বড় খুশির খবর। সামনেই আসছে আলোর উৎসব দীপাবলী। আর তার আগেই সরকারি কর্মী ও পেনশন ভোগীদের DA ও পেনশন দুটোই বাড়ছে। সরকার সূত্রে খবর পাওয়া গেছে যে, দীপাবলীর আগেই ফের ৩ শতাংশ হারে DA বৃদ্ধি পেতে চলেছে। যার ফলে সরকারি কর্মী ও পেনশন ভোগীদের বেতন ও পেনশনের পরিমাণ এক লাফে অনেকখানি বাড়বে। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এটি নিঃসন্দেহে সরকারি কর্মীদের কাছে যে একটি বিরাট বড় খুশির খবর তা আর বলার অপেক্ষা রাখে না।
বর্তমানে সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী ৫০% হারে DA এর সুবিধা ভোগ করছেন। যা এবার থেকে বেড়ে ৫৩% হতে চলেছে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী এই DA এর পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সরকারি কর্মীদের তালে তাল মিলিয়ে চলতে অনেকটাই সাহায্য করবে।
বয়সের ভিত্তিতে বর্ধিত বেতনের পরিমাণ:-
সপ্তম বেতন কমিশন অনুযায়ী শুধুমাত্র যে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই বেতন বাড়ছে এমনটা কিন্তু নয়। কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত কর্মীদেরকে ও একটি বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পেনশন রুলস ২০২১ এর আওতায় কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের তাদের বয়সের ভিত্তিতে অতিরিক্ত পেনশন দেওয়া হবে বলে সরকার সূত্রে জানা গিয়েছে। এই অতিরিক্ত পেনশনের সুবিধা ৮০ বছর বা তার উর্ধ্বে থাকা পেনশন ভোগীদের দেওয়া হবে।
কেন্দ্রীয় পেনশন রুলস ২০২১ অনুযায়ী যেসব অবসরপ্রাপ্ত কর্মীদের বয়স ৮০ থেকে ৮৫ বছরের মধ্যে তাদেরকে ২০% অতিরিক্ত পেনশন দেওয়া হবে, যাদের বয়স ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে তাদেরকে ৩০% অতিরিক্ত পেনশন দেওয়া হবে, যাদের বয়স ৯০ থেকে ৯৫ বছরের মধ্যে তাদেরকে ৪০% অতিরিক্ত পেনশন দেওয়া হবে এবং যাদের বয়স ৯৫ থেকে ১০০ বছরের মধ্যে তাদেরকে ৫০% অতিরিক্ত পেনশন দেওয়া হবে।
১০০ বছরের উর্ধ্বের পেনশন ভোগীদের জন্য দ্বিগুণ পেনশন:-
যে সকল কেন্দ্রীয় সরকার অধীনস্থ অবসরপ্রাপ্ত কর্মীদের বয়স ১০০ বছরের উর্ধ্বে তাদেরকে সপ্তম বেতন কমিশন অনুযায়ী দ্বিগুণ পেনশন এর সুবিধা দেওয়া হবে। এটি সত্যিই কেন্দ্রীয় সরকারের একটি অতুলনীয় পদক্ষেপ। এর দ্বারা ১০০ বছরের উর্ধ্বে থাকা পেনশন ভোগীরা বৃদ্ধ বয়সে অনেক বেশি পরিমাণে আর্থিক নিরাপত্তা পাবেন। যা তাদেরকে বৃদ্ধ বয়সে দ্বিগুণ মনের জোর জোগাবে।
কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন অনুযায়ী এই বর্ধিত DA ও পেনশনের সুবিধা সারা ভারতের মোট ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মী ও ৬৮ লক্ষ কেন্দ্রীয় সরকার অধীনস্থ পেনশন ভোগীরা লাভ করবেন। যার মধ্যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের ৪ লক্ষ কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মী ও ৫ লক্ষ পেনশন ভোগীরা রয়েছেন যারা এই বর্ধিত DA ও পেনশনের সুবিধা পাবেন।
এদিকে কেন্দ্রীয় সরকারের এই DA বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মনে চরম বিক্ষোভ দেখা দিয়েছে। রাজ্য কর্মী সংগঠন এই বিষয়টিকে ঘিরে আগামী নভেম্বর মাস জুড়ে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারা বিক্ষোভ জানিয়েছে বলেছেন যে কেন্দ্রীয় সরকার না চাইতেই তার অধীনস্থ কর্মীদের DA বৃদ্ধি করে দিচ্ছে। কিন্তু রাজ্য সরকার তা কখনো করেনি। এর আগে কেন্দ্রীয় সরকারের চাপে পড়ে ২০২৪ এ ২ বার রাজ্য সরকার DA বাড়িয়েছে বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মীরা।
MORE NEWS: CLICK HERE