West Bengal Primary TET 2022 | ঘোষণা হলো প্রাইমারি টেটের দিনক্ষণ, আবেদন অনলাইনে, পরীক্ষা ডিসেম্বরে- বিজ্ঞাপ্তি পুজোর আগেই

By bengalpravakar.com

Published on:

 

দীর্ঘ প্রতীক্ষা ও নানান তালবাহানার পর অবশেষে বিরাট বড় ঘোষণা করা হলো। কিছুদিন আগেই জানানো হয়েছিল এ বছরেই নতুন করে আবারো প্রাইমারি টেট পরীক্ষা হবে। অবশেষে স্বপ্ন সত্যি হল। পর্ষদের তরফ থেকে জরুরী বৈঠক করা হয় এবং যেখান থেকে প্রাইমারি টেট এর দিনক্ষণ জানিয়ে দেওয়া হয় কবে টেট পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে আরও জানানো হয়েছে কবে টেট পরীক্ষা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। দীর্ঘদিন ধরে প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে জল্পনা চলছিল অবশেষে প্রতীক্ষা ও অপেক্ষার অবসান ঘটলো।

কবে হবে টেট পরীক্ষা?
চলতি বছরেই অর্থাৎ ২০২২ সালের মধ্যে নতুন করে প্রাথমিক টেট পরীক্ষার সংগঠিত হবে। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির বৈঠকে সর্বসম্মতিভাবে। চালানো হয়েছে ডিসেম্বর মাসের মধ্যে এই প্রাথমিক টেট পরীক্ষা হবে এবং এবং সম্ভাব্য দুটি তারিখ জানানো হয়েছে ওই দুটি তারিখের মধ্যেই টেট পরীক্ষা নেওয়া হবে।

সঠিকভাবে কত তারিখে প্রাথমিক টেট পরীক্ষা হবে সে ব্যাপারে সঠিক সিদ্ধান্ত না হলেও দুটি তারিখ বলা হয়েছে একটি হল ১১ই ডিসেম্বর অন্যটি হলো ১৮ই ডিসেম্বর এই দুটির তারিখের যে কোন একটিতে প্রাথমিক টেট পরীক্ষা হবে এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। তবে আরো জানানো হয়েছে শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে নবান্ন থেকে অনুমোদন নিয়ে চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে?
একটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে পুজোর আগেই এই প্রাথমিক ডেটে 2022 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে যদিও পুজোর আগে টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব না হয় তাহলেও পুজোর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টেটের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অক্টোবর মাসের মধ্যে এই আবেদন প্রক্রিয়ার শুরু হয়ে যাবে আর ডিসেম্বর মাসে পরীক্ষা সম্পূর্ণ হবে।

পর্ষদ সভাপতি গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের গুরুদায়িত্ব গ্রহণ করার পরেই তিনি ঘোষণা করে দিয়েছেন এবছর থেকে নিয়ম করে প্রতি বছর বছর টেট পরীক্ষার সংঘটিত হবে। সেই উদ্দেশ্যেই তিনি নতুন করে এই বৈঠক করেছেন এবং যেখানে প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কতগুলি পরীক্ষার সেন্টার হবে এবং কোথায় কোথায় সেন্টার হবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে বলেছিল এবং সেই তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে চলে এসেছে এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরো জানানো হয়েছে এবার থেকে বছর বছর টেট পরীক্ষা নেওয়া হবে এবং শিক্ষক নিয়োগ করা হবে সম্পূর্ণ স্বচ্ছ ও মেধার ভিত্তিতে। এই পরিস্থিতিতে নতুন টেট হওয়ায় আশার আলো দেখছে সমগ্র টেট চাকরিপ্রার্থী।

কারা কারা নতুন টেট পরীক্ষায় বসতে পারবেন?
নতুন করে NCTE নিয়ম অনুযায়ী যদি টেট পরীক্ষা হয় তবে এই নতুন টেটে D.EL.ED ও B.ED সকল চাকরিপ্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন ও টেট পরীক্ষা দিতে পারবেন ।


OFFICIAL NOTICE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment